প্রায় ১৪ মাস পরে ভারতীয় দলে ফিরলেন মহম্মদ শামি। আগামী ২২ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে যে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত, সেই দলে বাংলার তারকা পেসারকে রাখা হয়েছে। আর সিরিজের প্রথম ম্যাচে যদি খেলেন, তাহলে ইডেন গার্ডেন্সেই প্রত্যাবর্তন হবে শামির। যিনি শেষবার ভারতের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের ১৯ নভেম্বরে। সংশ্লিষ্ট মহলের মতে, টি-টোয়েন্টি খেলার জন্য তিনি যে ফিট, সেটার প্রমাণ ইতিমধ্যে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে দিয়ে ফেলেছেন শামি। সেই পরিস্থিতিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ‘মহড়া’ দেওয়ার জন্য ভারতীয় তারকা পেসারকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হল মনে করছে সংশ্লিষ্ট মহল।
পন্ত ও গিলকে কি বাদ দেওয়া হল?
তবে পাঁচ ম্যাচের সিরিজের দলে ঋষভ পন্ত এবং শুভমন গিলকে রাখা হয়নি। সূত্রের খবর, টি-টোয়েন্টি সিরিজের জন্য দু'জনকেই বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁদের ‘উপেক্ষা’ করা হয়নি। একটি মহলের তরফ অবশ্য দাবি করা হচ্ছিল যে সঞ্জু স্যামসন যা ফর্ম দেখিয়েছেন, তাতে পন্তকে দলে রাখার কোনও যুক্তি নেই।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার নায়করাই ভারতীয় ক্রিকেটকে পিছিয়ে দেয়! মঞ্জরেকরের অবাক করা যুক্তি
গিলের প্রতিও অনেকে বীতশ্রদ্ধ হয়ে উঠেছেন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে তাঁকে ভারতের সহ-অধিনায়ক করা হয়েছিল। কিন্তু সম্প্রতি একেবারেই ছন্দে নেই। গিলের অনুপস্থিতিতে অক্ষর প্যাটেলকে সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছে। অন্যদিকে নীতীশকুমার রেড্ডি দলে ফিরেছেন।
আর গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে থাকা আবেশ খান এবং যশ দয়াল বাদ পড়েছেন। উইকেটকিপার জিতেশ শর্মা বাদ পড়েছেন। দলে ধ্রুব জুরেল ঢুকেছেন। তাঁকে ব্যাক-আপ উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে। তাছাড়া টি-টোয়েন্টি দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর।
ইংল্যান্ড সিরিজে ভারতের দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশকুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেল (উইকেটকিপার)।
ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচি
১) প্রথম টি-টোয়েন্টি: ২২ জানুয়ারি, কলকাতা, সন্ধ্যা ৭ টা।
২) দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৫ জানুয়ারি, চেন্নাই, সন্ধ্যা ৭ টা।
৩) তৃতীয় টি-টোয়েন্টি: ২৮ জানুয়ারি, রাজকোট, সন্ধ্যা ৭ টা।
৪) চতুর্থ টি-টোয়েন্টি: ৩১ জানুয়ারি, পুণে, সন্ধ্যা ৭ টা।
৫) পঞ্চম টি-টোয়েন্টি: ২ ফেব্রুয়ারি, মুম্বই, সন্ধ্যা ৭ টা।