আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাচ্ছে বহুকাঙ্খিত বর্ডার গাভাসকর ট্রফি। ব্যাটল অফ টাইটান্সে সম্মুখ সমরে দুই শ্রেষ্ঠ দল অস্ট্রেলিয়া এবং ভারত। ওডিআই বিশ্বকাপ জয়ের নিরিখে হোক বা টি২০ বিশ্বকাপ, সবেতেই ভারতীয় দল ওপরের দিকেই থাকে অস্ট্রেলিয়ার সঙ্গে পাল্লা দিয়ে। ওডিআই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার থেকে টি২০ বিশ্বকাপ জয়ের নিরিখে ভারতই এগিয়ে রয়েছে। গত দেড় বছরে দুই আইসিসি ইভেন্টের ফাইনালেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। পাল্টা টি২০ বিশ্বকাপ থেকে অজিদের ছিটকে দিয়েছিল রোহিত শর্মার দল।
আরও পড়ুন-মহমেডান নয়, মোহনবাগানে এলেন নুনো রেইস! রোনাল্ডোর দেশের ফুটবলার বাগানের সপ্তম বিদেশি…
এবার বর্ডার গাভাসকর ট্রফি অজিদের মাঠে জিতে, বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও প্যাট কামিন্সের দলকে ছিটকে দিতে চাইবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ক্যাঙ্গারুদের ডেরায় ভারতের সাফল্য অনেকটাই নির্ভর করবে পেসারদের ওপর। সিরিজ শুরুর মাসখানেক আগেই তাই ব্যাগি গ্রিন্সদের হুঙ্কার ছুঁড়ে রাখলেন ভারতীয় স্পিডস্টার মহম্মদ শামি। স্পষ্ট করেই বললেন, যতই ভারতের অ্যাওয়ে সিরিজ হোক না কেন, ফেভারিট কিন্তু টিম ইন্ডিয়াই।
নিজের চোটের অবস্থা নিয়েও আপডেট দিয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। মহম্মদ শামি বলছেন, ‘বর্ডার গাভাসকর সিরিজে আমরাই ফেভারিট। তাই চিন্তা আমাদের নয়, ওদের হওয়া উচিত। আমিও চেষ্টা করছি যত দ্রুত সম্ভব প্রত্য়াবর্তন করার। কারণ অনেকদিন ধরেই আমি মাঠের বাইরে রয়েছি। তবে একই সঙ্গে একটি বিষয়ের দিকে নজর রাখতে হবে, যাতে একবার প্রত্যাবর্তনের পর আর চোট নিয়ে কোনও চিন্তা আমায় ফের বিচলিত না করে ’।
শামি আরও বলছেন, ‘ যত শক্তিশালীভাবে আমি মাঠে ফিরতে পারব, আমার জন্য সেটা আরও ভালো হবে। সেক্ষেত্রে আমার চোট পাওয়ার প্রবণতা কমbs। তাই আমি বাংলাদেশ , নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া যেই সিরিজেই ফিরি না কেন, সেটা নিয়ে ভাবছই না। আমি বোলিং করা শুরু করে দিয়েছি, কিন্তু কোনওরকম ঝুঁকি নিতে আমি প্রস্তুত নই। আমি যতক্ষণ না পর্যন্ত ১০০ শতাংশ ফিট হচ্ছি, ততক্ষণ মাঠে আসতে রাজি হব না, সেটা যেই দল বা যেই ফর্ম্যাটই হোক না কেন। তাতে যদি আমায় ঘরোয়া ক্রিকেট খেলতে হয়, আমি সেটাই খেলব’।