গতবছর ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন মহম্মদ শামি। গত বছর নভেম্বরে অস্ট্রলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে শামি শেষবার মাঠে নামেন। বিশ্বকাপের পরেই গোড়ালিতে অস্ত্রোপচার করাতে হয় টিম ইন্ডিয়ার তারকা পেসারকে।
শামি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন। অবশেষে চোট সারিয়ে মাঠে ফিরছেন তিনি। বুধবার থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের ম্যাচে বাংলার হয়ে মাঠে নামবেন তিনি। ইন্দোরে বাংলার এই ম্যাচের প্রতিপক্ষ মধ্যপ্রদেশ।
রঞ্জির এই ম্যাচে শামি দুর্দান্ত কিছু করে দেখালে বর্ডার-গাভাসকর ট্রফিতে ডেকে নেওয়া হতে পারে বাংলা তথা টিম ইন্ডিয়ার তারকা পেসারকে। কেননা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ফার্স্ট ক্লাস ম্যাচে নিজের ফিটনেস প্রমাণ করার এটিই শেষ সুযোগ শামির সামনে। আপাতত দেখে নেওয়া যাক, গত বছর ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত ভারতীয় দলের মোট ক'টি ম্যাচে মাঠে নামতে পারেননি শামি।
ভারতীয় দলের মোট কটি টুর্নামেন্টের কতগুলি ম্যাচ মিস করেছেন শামি
১. ভারত বনাম অস্ট্রেলিয়া- ৫টি টি-২০।
২. দক্ষিণ আফ্রিকা বনাম ভারত- ২টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও ৩টি টি-২০।
৩. ভারত বনাম ইংল্যান্ড- ৫টি টেস্ট।
৪. ভারত বনাম আফগানিস্তান- ৩টি টি-২০।
৫. আইসিসি টি-২০ বিশ্বকাপ- ৯টি টি-২০ ম্যাচ।
৬. জিম্বাবোয়ে বনাম ভারত- ৫টি টি-২০।
৭. শ্রীলঙ্কা বনাম ভারত- ৩টি টি-২০ ও ৩টি ওয়ান ডে।
৮. ভারত বনাম বাংলাদেশ- ২টি টেস্ট।
৯. ভারত বনাম নিউজিল্যান্ডে- ৩টি টেস্ট।
১০. দক্ষিণ আফ্রিকা বনাম ভারত- ৪টি টি-২০।
আরও পড়ুন:- IND vs AUS: পারথের ড্রপ-ইন পিচে গতি ও বাউন্সের জুজু! বুমরাহদের সামলাতে পারবে তো অজিরা?
প্রথমত, টি-২০ বিশ্বকাপ মিলিয়ে টিম ইন্ডিয়ার মোট ১৩টি সিরিজে মাঠে নামতে পারেননি শামি।
দ্বিতীয়ত, এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার মোট ৩২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ হাতছাড়া হয়েছে শামির যার মধ্যে চলতি দক্ষিণ আফ্রিকা সফরের এখনও ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
তৃতীয়ত, এই সময়ের মধ্যে ভারতের মোট ৬টি ওয়ান ডে ওয়ান ডে ম্যাচে মাঠে নামতে পারেননি শামি।
চতুর্থত, বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার মোট ১২টি টেস্টে মাঠের বাইরে থাকতে হয়েছে শামিকে।
সব মিলিয়ে জাতীয় দলের হয়ে শেষ ৫০টি আন্তর্জাতিক ম্য়াচে মাঠের বাইরে থাকতে হয়েছে শামিকে। টিম ইন্ডিয়ার তারকা পেসার বর্ডার-গাভাসকর ট্রফির ভারতীয় স্কোয়াডে নির্বাচিত হননি। সুতরাং, ছবিটা না বদলালে আরও ৫টি টেস্টে মাঠের বাইরে থাকতে হবে শামিকে।