চোট সারিয়ে ওঠার প্রক্রিয়ায় ছিলেন। তার মাঝেই ফের চোট পেয়ে বসলেন মহম্মদ শামি। ফলে জোর ধাক্কা লাগল ভারতের বর্ডার-গাভাসকর ট্রফির পরিকল্পনায়।
গোড়ালির চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে রয়েছেন মহম্মদ শামি। টিম ইন্ডিয়ার তারকা পেসার শেষবার মাঠে নামেন গত বছর ওয়ান ডে বিশ্বকাপে। তার পরেই গোড়ালিতে অস্ত্রোপচার করান শামি। চোট সারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতেই জাতীয় দলে ফেরা লক্ষ্য ছিল শামির। তবে বর্তমান পরিস্থিতিতে তাঁর সেই পরিকল্পনা বাস্তবায়িত নাও হতে পারে। আরও বিলম্বিত হতে পারে শামির চোট সারিয়ে মাঠে ফেরা।
গোড়ালির চোট প্রায় সেরে গিয়েছে। শামি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন। বোলিংও শুরু করেন নেটে। জাতীয় দলে ফেরার আগে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে প্রস্তুতি সেরে নেওয়াই লক্ষ্য ছিল শামির। তবে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী শামি রিহ্যাবে থাকাকালীনই হাঁটুর চোটে কাবু। তাঁর হাঁটু ফুলে গিয়েছে বলে খবর। ফলে অন্তত ছয় থেকে আট সপ্তাহ মাঠে ফেরা হবে না তারকা পেসারের।
এক বিসিসিআই সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ‘শামি বোলিং শুরু করেন এবং তাড়াতাড়িই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার কথা ছিল তাঁর। তবে সম্প্রতি হাঁটুর চোট চাগাড় দিয়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ওর চোট পরীক্ষা করে দেখছে। যদিও চোট সেরে উঠতে একটু সময় লাগতে পারে।’
তিনি আরও বলেন, ‘এনসিএ-র মেডিক্যাল টিমের জন্যও এটি বড় ধাক্কা। সারা বছর ধরে শামিকে ফিট করে তোলার চেষ্টায় রয়েছেন ওরা। এনসিএ-র ডাক্তাররা যত তাড়াতাড়ি সম্ভব শামিকে মাঠে ফেরাতে বদ্ধপরিকর।’
বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে শামিকে দলে পায়নি ভারত। যদিও তারকা পেসারের অনুপস্থিতিতেই বাংলাদেশকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়। সামনেই ঘরের মাঠে রোহিতরা টেস্ট খেলতে নামবেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই সিরিজেও শামির অভাব টের পাওয়া যাবে না বলেই বিশ্বাস বিশেষজ্ঞদের। কেননা ঘরের মাঠে স্পিনাররাই ভারতের জয়ের ভিত গড়ে দিতে পারেন।
তবে অস্ট্রেলিয়া সফরে যেহেতু পেসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, তাই শামিকে ভারতের প্রয়োজন বলে মনে করা হচ্ছে। বুমরাহর সঙ্গে শামির পেস জুটি বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের তুরুপের তাস হতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে। এখন দেখার যে, চোট সারিয়ে শামি কবে মাঠে ফিরতে পারেন।