রাজস্তানের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির হাই-ভোল্টেজ ম্যাচে দাপুটে জয় তুলে নিল বাংলা। সেই সুবাদে জাতীয় টি-২০ টুর্নামেন্টের নক-আউটের টিকিট পকেটে পুরলেন সুদীপ ঘরামিরা। রাজস্থানের বিরুদ্ধে বাংলার জয়ে বল হাতে বিরাট অবদান রাখেন মহম্মদ শামি। ব্যাট হাতে বাংলার জয়ের মঞ্চ গড়ে দেন অভিষেক পোড়েল।
বৃহস্পতিবার রাজকোটে সৈয়দ মুস্তাক আলি ট্রফির এ-গ্রুপের ম্যাচে টস জেতে বাংলা। টস জিতে বাংলা দলনায়ক সুদীপ ঘরামি শুরুতে ব্যাট করতে পাঠান রাজস্থানকে। রাজস্থান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৩ রান সংগ্রহ করে।
দলের হয়ে সব থেকে বেশি ৪৬ রান করেন কার্তিক শর্মা। ২৯ বলের ইনিংসে তিনি ১টি চার ও ৪টি ছক্কা মারেন। ৩৭ বলে ৪৫ রান করেন অধিনায়ক মহীপাল লোমরোর। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। দীপক হুডা ২টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১৭ রান করে আউট হন। ৯ বলে ১১ রান করেন দীপক চাহার। তিনি ২টি চার মারেন। রাহুল চাহার ১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।
বাংলার হয়ে মহম্মদ শামি ৪ ওভারে ২৬ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন। শাহবাজ আহমেদ ৪ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট পকেটে পোরেন। ৪ ওভারে ২৭ রান খরচ করে ২টি উইকেট নেন সায়ন ঘোষ। ঋত্বিক চট্টোপাধ্যায় ২ ওভারে ১৫ রান খরচ করে ১টি উইকেট নেন।
পালটা ব্যাট করতে নেমে বাংলা ১৮.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে তারা। এই জয়ের সুবাদে ৭ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করে চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির নক-আউটের টিকিট নিশ্চিত করে বাংলা।
বাংলার হয়ে ওপেন করতে নেমে অভিষেক পোড়েল ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৪৮ বলে ৭৮ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফেরেন। মারেন ৭টি চার ও ৪টি ছক্কা।
করণ লাল ১টি বাউন্ডারির সাহায্যে ২ বলে ৪ রান করেন। ৪ বলে ১ রান করে মাঠ ছাড়েন শাকির গান্ধী। ক্যাপ্টেন সুদীপ ঘরামি ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। ১২ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন।
রাজস্থানের হয়ে ২টি উইকেট নেন অনিকেত চৌধরী। ১টি উইকেট নেন কমলেশ নাগারকোটি। উইকেট পাননি দীপক চাহার, রাহুল চাহার, দীপক হুডা, মানব সুতাররা। ম্যাচের সেরা হন অভিষেক।