'নতুন করে চোট পাওয়ায়' মহম্মদ শামি অস্ট্রেলিয়া সফরে যেতে পারবেন কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বুধবার সকালে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্রে খবর মিলেছে যে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের সময় শামিকে নতুন করে ভোগাতে শুরু করেছে হাঁটু। তার জেরে আরও ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ভারতের তারকা পেসারকে। সেই পরিস্থিতিতে তিনি আদৌও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সেই খবরকে ‘ফেক, ফেক, ফেক, ফেক’ বলে উড়িয়ে দিলেন শামি। ভারতের তারকা পেসার দাবি করেছেন, অস্ট্রেলিয়া সিরিজ থেকে তিনি যে ছিটকে গিয়েছেন, এমন কোনও কথা বোর্ডের তরফে বলা হয়নি। আর তিনিও বলেননি। একটি রিপোর্ট অনুযায়ী, শামির রিহ্যাব ঠিকমতোই চলছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়েই ‘কামব্যাক’ করতে পারেন। যে সিরিজের পরে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়ে যাবে টিম ইন্ডিয়া।
‘ফেক, ফেক, ফেক এবং ফেক খবর ছড়াবেন না’
বুধবার রাত ন'টা নাগাদ শামি বলেন, 'কেন এইসব ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে? আমি কঠোর পরিশ্রম করছি এবং সেরে ওঠার জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছি। বিসিসিআই বা আমি একবারও বলিনি যে আমি বর্ডার-গাভাসকর সিরিজ থেকে ছিটকে গিয়েছি। সাধারণ মানুষকে আর্জি জানাচ্ছি যে কোনও অসমর্থিত সূত্র থেকে পাওয়া এরকম কোনও খবরে একদম পাত্তা দেবেন না। দয়া করে এরকম ফেক, ফেক, ফেক এবং ফেক খবর ছড়াবেন না। বিশেষত আমার মন্তব্য ছাড়া তো সেটা করবেনই না।'
কিউয়ি সিরিজেই ফিরতে পারেন শামি
তারইমধ্যে সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে যে অস্ট্রেলিয়া সিরিজের আগেই টেস্ট ক্রিকেটে ফিরতে পারেন শামি। খেলতে পারেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। বিসিসিআইয়ের সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে, শামির রিহ্যাবের প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে। নিউজিল্যান্ড সিরিজকে 'টার্গেট' করা হচ্ছে। বোর্ডের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আছেন শামি।
ভারতের মেগা টেস্ট মরশুম
আগামী ১৬ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শুরু হবে। চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ নভেম্বর থেকে। নয়া বছরের ৩ জানুয়ারি থেকে পঞ্চম তথা শেষ টেস্ট শুরু হবে।
ওই রিপোর্ট অনুযায়ী, ভারত-অস্ট্রেলিয়া সিরিজে খেলার দৌড়ে ভালোমতোই আছেন শামি। যিনি গত বছর ৫০ ওভারের বিশ্বকাপ থেকে মাঠের বাইরে আছেন। গোড়ালির চোটের জন্য ফেব্রুয়ারিতে অস্ত্রোপচারও হয়েছিল।