অস্ট্রেলিয়ায় সম্ভবত যাচ্ছেন না মহম্মদ শামি। বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও বিজয় হাজারে ট্রফির জন্য বাংলা যে দল ঘোষণা করেছে, তাতে শামির নাম আছে। আর ভারতের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে বাংলার অভিযান শুরু হচ্ছে আগামী ২১ ডিসেম্বর থেকে। সেই পরিস্থিতিতে অভাবনীয় কিছু না হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্টেও খেলবেন না ভারতের তারকা পেসার। কারণ আগামী ২৬ ডিসেম্বর থেকে চতুর্থ টেস্ট শুরু হবে। আর ২০২৫ সালের ৩ জানুয়ারি থেকে শুরু হবে পঞ্চম টেস্ট। শামি যদি অস্ট্রেলিয়ায় যেতেন, তাহলে নিশ্চিতভাবে বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে খেলতে নামতেন না বলে সংশ্লিষ্ট মহলের মত।
বড় চোট এড়ানোর লক্ষ্যে ভারতীয় টিম?
একাংশের ধারণা, শামি রঞ্জি ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেললেও অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার মতো জায়গায় পৌঁছাননি। নাহলে নিশ্চিতভাবে তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হত। টিম ম্যানেজমেন্ট তো নিশ্চিতভাবে চাইবে যে জসপ্রীত বুমরাহের পাশে শামি থাক। কিন্তু অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার ধকল কম নয়। শরীরের উপরে মারাত্মক চাপ পড়বে। দীর্ঘদিন মাঠের বাইরে শামি আদৌও সেই ধকল নিতে পারবেন কিনা, তা নিয়ে ধন্দ আছে। বরং অহেতুক তাড়াহুড়ো করে ফিরিয়ে আনতে গিয়ে শামি যদি আরও বড় চোট পেয়ে যান, তাহলে হিতে বিপরীত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন: অজি প্রাক্তনীরা সন্ত সেজেছে, দর্শকরাও পুরো হিপোক্রিট-সিরাজকে শীতল অভ্যর্থনা গাব্বায়, ক্ষিপ্ত গাভাসকর
শামির সঙ্গে বাংলার দলে মুকেশও
ওই মহলের মতে, নিশ্চয়ই সেই বার্তাটা ভারতীয় বোর্ডের থেকে বাংলার কাছে এসে পৌঁছেছে। তাই তাঁকে বিজয় হাজারে ট্রফির দলে রাখা হয়েছে। যদিও সরকারিভাবে বাংলা ম্যানেজমেন্টের তরফে কিছু জানানো হয়নি। বাংলার তরফে কিছু জানানো না হলেও শামি দলে থাকায় লক্ষ্মীরতন শুক্লাদের শক্তি যে আরও বাড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর শক্তি আরও বাড়ছে, কারণ দলে আছেন মুকেশ কুমারও। বিজয় হাজারে ট্রফির দলে তাঁকে রাখা হয়েছে। যে প্রতিযোগিতার গ্রুপ ‘ই’-তে আছে বাংলা।
আরও পড়ুন: ভিডিয়ো: কোহলিকে এক কথায় বর্ণনা করতে গিয়ে হেড-স্মিথদের মাঝে অবাক করা জবাব দিলেন কামিন্স
বিজয় হাজারে ট্রফির জন্য বাংলার দল
সুদীপকুমার ঘরামি (অধিনায়ক), মহম্মদ শামি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল (উইকেটকিপার), সুদীপ চট্টোপাধ্যায়, করণ লাল, শাকিব হাবিব গান্ধী (উইকেটকিপার), সুমন্ত গুপ্ত, শুভম চট্টোপাধ্যায়, রণজ্যোৎ সিং, প্রদীপ্ত প্রামাণিক, কৌশিক মাইতি, বিকাশ সিং, মুকেশ কুমার, সক্ষম চৌধুরী, রোহিত কুমার, মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ এবং কণিষ্ক শেঠ।
বিজয় হাজারে ট্রফিতে বাংলার ম্যাচের সূচি
১) বাংলা বনাম দিল্লি: ২১ ডিসেম্বর।
২) বাংলা বনাম ত্রিপুরা: ২৬ ডিসেম্বর।
৩) বাংলা বনাম বরোদা: ৩১ ডিসেম্বর।
৪) বাংলা বনাম বিহার: ৩ জানুয়ারি।
৫) বাংলা বনাম মধ্যপ্রদেশ: ৫ জানুয়ারি।