মহম্মদ শামিকে কী অস্ট্রেলিয়ায় খেলতে দেখা যাবে? এই প্রশ্নের উত্তর এখনও অধরা। যদিও বুধবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে বাংলার হয়ে খেলতে দেখা গেল তাঁকে। কিন্তু অজি সফরে তাঁর ভারতীয় শিবিরের সঙ্গে যোগদানের বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, রোহিত শর্মার শামির চোট নিয়ে মন্তব্যের পর তাঁকে বর্ডার গাভাসকর ট্রফিতে পাওয়া নিয়ে আশা কমে গেছে। গত বছর ওডিআই বিশ্বকাপের সময় পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন শামি। তারপর থেকে প্রায় ১ বছর মাঠের বাইরে ছিলেন। বিদেশে গিয়ে অস্ত্রোপচারও করিয়ে ছিলেন। তারপর আবার হাঁটু ফুলে ওঠে তাঁর। যেই কারণে আরও কয়েকদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল শামিকে।
এরপর কয়েকদিন আগে কামব্যাক হয় তাঁর। বাংলার হয়ে ঘরোয়া টুর্নামেন্ট খেলতে শুরু করেন শামি। মূলত জাতীয় দলে ফেরার আগে প্রস্তুতি হিসেবে এই ম্যাচগুলিকে দেখছেন তিনি। তাঁর উপর নজর রয়েছে BCCI-এর। শামির ফিটনেস কেমন রয়েছে সেটাই যাচাই করা হচ্ছে। রঞ্জি ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফি মিলিয়ে এখনও পর্যন্ত বাংলার হয়ে ৯টি ম্যাচ খেলে ফেলেছেন শামি। তবে রোহিতের সাম্প্রতিক মন্তব্যের পর BCCI এখন ভাবছে শামিকে অস্ট্রেলিয়ায় পাঠাবে কী পাঠাবে না। যদিও বাংলার টিম ম্যানেজমেন্টের তরফে চোটের বিষয়টি অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছিল শামি সম্পূর্ণ ফিট রয়েছেন।
যদিও BCCI এখনও উদ্বিগ্ন যে ৩৪ বছর বয়সী এই বোলার টেস্ট ম্যাচে লম্বা স্পেল করতে পারবে কিনা। বিষয়টির জন্য সেন্টার অফ এক্সেলেন্স স্টাফ শামির ফিটনেসের দিকে নজর রেখেছে, যা বেঙ্গালুরু থেকে প্রতিদিনের ভিত্তিতে পর্যবেক্ষণ করা হচ্ছে।
রোহিত কী বলেছিলেন শামিকে নিয়ে?
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা। সেখানেই তিনি দাবি করেন শামি নতুন করে চোট পেয়েছেন। তিনি বলেন, ‘শামির উপর নজর রাখা হচ্ছে। শুনেছি সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ খেলতে গিয়ে ওর হাঁটু আবার ফুলে গিয়েছে। যেই কারণে টেস্টের প্রস্তুতি নিতে সমস্যা হচ্ছে তার। শামিকে নিয়ে বেশ সতর্ক আমরা। আমরা চাই না ও অস্ট্রেলিয়ায় এসে আবার সমস্যায় পড়ুক। বিষয়টি গুরুতর, তাই আমরা কোনও রকমের তাড়াহুড়ো করতে চাই না। শামি এমন একজন বোলার যাকে আমরা সব সময় দলে পেতে চাইব। কিন্তু এই মুহূর্তে ওর উপর চাপ তৈরি করতে চাই না। ফিজিও এবং ট্রেনাররা তার উপর নজর রাখছে। দেখছে বোলিংয়ের পর শামির অবস্থা কেমন থাকছে। ওদের কাছ থেকে চূড়ান্ত রিপোর্ট পেলে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। শামির জন্য সব সময় ভারতীয় দলের দরজা খোলা রয়েছে।’