ট্র্যাভিস হেড পুরোপুরি মিথ্যে কথা বলছেন। নিজেই প্রথমে ঝামেলা শুরু করেন। গালাগালি দেন। তারপরই পালটা জবাব পান। অথচ সাংবাদিক বৈঠক গিয়ে অস্ট্রেলিয়ান তারকা বেমালুম মিথ্যে কথা বলেছেন। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মহম্মদ সিরাজ। রবিবার অ্যাডিলেডে তৃতীয় দিনের খেলা শুরুর আগে সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসে সিরাজ বলেন, ‘(হেডকে) বোল্ড করার পরে আমি সেলিব্রেশন করছিলাম। ও আমায় (প্রথমে) গালিগালাজ করে। আপনি টিভিতেও সেটা দেখতে পাবেন যে ও কী বলছে। প্রথমে আমি সেলিব্রেশনই করছিলাম। আমি ওকে কিছু বলিনি। ও সাংবাদিক বৈঠকে ভুল কথা বলেছে। মিথ্যে বলেছে যে আমায় ভালো বোলিং করেছো বলেছিল। সেটা মোটেও বলেনি।’
সিরাজ জানিয়েছেন, হেড যেরকম আচরণ করেন, সেটা তাঁর মোটেও ভালো লাগেনি। তাই পালটা জবাব দিয়েছেন। আর সেই কাজটা করে সিরাজ যে কোনও ভুল করেননি, তা সাফ জানিয়েছেন স্টার স্পোর্টসের সঞ্চালক তথা ভারতের প্রাক্তন তারকা অফস্পিনার হরভজন সিং। তিনি সাফ জানিয়েছেন, অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের স্বভাবই এরকম। ওঁরা মোটেও ‘ভালো বোলিং করেছো’ বলার লোক নন।
অজিদের স্বভাবই এরকম, সিরাজের পাশে হরভজন
হরভজন বলেন, ‘আমরা প্রত্যেক ভারতীয় তোমার পাশে আছি। তুমি যেটা করেছো, সেটা খুব ভালো করেছো। প্রথমত তোমার বলটা খুব ভালো ছিল। বলটা এতটাই ভালো ছিল যে বহুদিন ওটা ওর মনে থাকবে। আর এই বিষয়টায় ও জ্বলেপুড়ে গিয়েছে যে বলটা ব্যাটে লাগাতে পারল না কীভাবে। নিশ্চিতভাবে ভালো বল করেছো বলেনি।’
আরও পড়ুন: IND vs AUS 2nd Test Day 3 Live: নীতীশকে ফিরিয়ে কামিন্সের ৫ উইকেট, ৯ উইকেটের পতন
ভারতের প্রাক্তন অফস্পিনার আরও বলেন, 'আর অস্ট্রেলিয়া (এরকমই)। এরা সবাই জানে, আমিও দেখেছি যে এরা কাউকে ভালো বল করেছো বলে না। আমার সঙ্গে প্রচুর ঝামেলা করেছে। আমি ব্যক্তিগতভাবে ওরকম অনেক ব্যাপার সামলেছি। তোমার নিজেকে নিয়ে গর্ব করা উচিত। তুমি চার উইকেটও নিয়েছো।'
সিরাজ এবং হরভজন এরকম চাঁচাছোলা মন্তব্য করেছেন দ্বিতীয় দিনের 'সেন্ড-অফ' ঘটনার পরে। ১৪০ রান করে হেড আউট হওয়ার পরে অজি তারকা এবং ভারতীয় পেসারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। দিনের খেলা শেষে সরকারি সম্প্রচারকারী ফক্স ক্রিকেটে নিজেকে নির্দোষ হিসেবে দাবি করেন হেড। সঙ্গে জ্ঞানও বিতরণ করেন।
কী ‘মিথ্যে’ বলেছেন হেড?
হেড বলেন, ‘আমি সিরাজকে বলেছিলাম যে ভালো বল করেছো। (কিন্তু) ও যখন শেডের দিকে তাকিয়ে আমায় অঙ্গভঙ্গি করে, তখন আমার থেকে কিছুটা ফেরত পেয়েছে। অতীতের কয়েকটি ইনিংস নিয়ে যা ঘটল, তাতে কিছুটা হতাশ। তবে হ্যাঁ, এটাই ব্যাপার। ওরা যদি ওরকম আচরণ করতে চায় এবং নিজেদের ওরকমভাবে তুলে ধরতে চায়, তাহলে তাই করুক।’
শুরুটা আদৌও সিরাজ করেছিলেন?
যদিও সেই ঝামেলার যে ভিডিয়ো সামনে এসেছে, তাতে আদৌও সিরাজ প্রথমে কিছু বলেছিলেন, তা নিয়ে ধন্দ আছে। ছক্কা খাওয়ার পরে হেডকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন করেন সিরাজ। যা স্বীকার করে নিয়েছেন ভারতীয় পেসার। কিন্তু তাঁকে উলটো-পালটা কোনও অঙ্গভঙ্গি করতে বা কিছু বলতে দেখা যায়নি। তারপর হেডকে কিছু বলতে দেখা যায়। তারপর পালটা মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন সিরাজ।