ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে পরিচিত ছন্দে ছিলেন না মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ায় গিয়ে পার্থ টেস্টেও চেনা মেজাজে ধরা দিতে পারেননি তিনি। অ্যাডিলেডে দল হারলেও বুমরাহর সঙ্গে দায়িত্ব যথাযথ ভাগ করে নেন সিরাজ। চলতি অস্ট্রেলিয়া সফরে ছন্দে ফেরার ইঙ্গিত দেওয়ার পরেই বিপাকে পড়তে পারেন টিম ইন্ডিয়ার তারকা পেসার।
অ্যাডিলেড টেস্টে সিরাজের আচরণ ভালো চোখে দেখেনি অজি সমর্থকরা। ফলে গ্যালারির বিদ্রুপ হজম করতে হয়েছে ভারতীয় পেসাকে। এবার আইসিসি রক্তচক্ষুর মুখে পড়তে হতে পারে সিরাজকে। আসলে ট্র্যাভিস হেডকে আউট করার পরে তাঁর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে আইসিসির শাস্তির মুখে পড়তে পারেন সিরাজ।
অবশ্য এক্ষেত্রে সিরাজ একা নন, বরং ট্র্যাভিস হেডের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠছে। তাঁর আচরণও খেলোয়াড়সুলভ ছিল না বলে মনে করছে আইসিসি। তাই শাস্তির মুখে পডতে হতে পারে অ্যাডিলেডে দুর্দান্ত শতরান করে ম্যাচের সেরা হওয়া হেডকেও।
সিরাজ ও হেডকে ম্যাচ রেফারির সমনের মুখে পড়তে হতে পারে। যদিও এক্ষেত্রে নির্বাসনের মতো বড়সড় শাস্তি নাও পেতে পারেন দুই দেশের দুই তারকা ক্রিকেটার। নিদেনপক্ষে ম্যাচ রেফারি কড়া ভাষায় তিরস্কার করতে পারেন এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সেই বিষয়ে সতর্ক করতে পারেন সিরাজদের। এমনকি জরিমানা ও ডিসিপ্লিনারি রেকর্ডে ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ার মতো শাস্তিও পেতে পারেন সিরাজ ও হেড।
সিরাজ ও হেডের মধ্যে কী ঘটেছিল অ্যাডিলেডে?
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ইনিংসের ৮১.৪ ওভারে ট্র্যাভিস হেডকে দুর্দান্ত ইয়র্কার ডেলিভারিতে বোল্ড করেন মহম্মদ সিরাজ। যেহেতু তার ঠিক আগেই সিরাজকে ছক্কা মারেন হেড, তাই অজি তারকাকে ফিরিয়ে আগ্রাসী মেজাজে সেলিব্রেট করতে দেখা যায় সিরাজকে। যা দেখে হেড মাঠ ছাড়ার সময় বাক্যবাণ ছুঁড়ে দেন সিরাজের দিকে। তার পরেই সিরাজকে দেখা যায় হাত উঁচিয়ে হেডকে মাঠ ছাড়ার নির্দেশ দিতে।
পরস্পরকে দোষারোপ হেড-সিরাজের
দিনের খেলা শেষ হওয়ার পরে ট্র্যাভিস হেড মুখ খোলেন সিরাজের সঙ্গে তাঁর ঝামেলার বিষয়ে। হেড দাবি করেন যে, তিনি নাকি সিরাজকে বলেছিলেন ‘ওয়েল বোল্ড’। যদিও পরে সিরাজ স্পষ্ট জানান যে, হেড এক্ষেত্রে মিথ্যা বলছেন। তিনি নাকি অন্য কথাই বলেছিলেন মাঠে। যদিও হেড ঠিক কী বলেছিলেন, সেটা খোলসা করেননি টিম ইন্ডিয়ার তারকা পেসার।