একদা অ্যাশেজ টেস্টে মার্নাস ল্যাবুশানের মনোসংযোগ ভাঙতে ঠিক একই কাজ করেছিলেন স্টুয়ার্ট ব্রড। ব্রিটিশ তারকা সফল হয়েছিলেন তুকতাকে। এবার ব্রিসবেন টেস্টে একইভাবে মার্নাসকে লক্ষ্যভ্রষ্ট করেন মহম্মদ সিরাজ। এবার ভারতীয় তারকার তুকতাকও কাজে লেগে যায় বলা যায়।
রবিবার ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই আউট হন দুই অজি ওপেনার উসমান খোয়াজা ও ন্যাথন ম্যাকসুইনি। দুই ওপেনার সাজঘরে ফেরার পরে অজি ইনিংসের ভিত গড়ার কাজে মন দেন স্টিভ স্মিথ ও মার্নাস ল্যাবুশান। স্মিথ-ল্যাবুশান জুটিকে নিতান্ত ডিফেন্সিভ দেখায়। অকারণ ব্যাট চালিয়ে উইকেট ছুঁড়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন না কেউই।
ফলে মার্নাসের মনোসংযোগ ভাঙতে মজাদার কাণ্ড ঘটান সিরাজ। ৩১.১ ওভারের শেষে সিরাজ সোজা এগিয়ে যান স্ট্রাইকার প্রান্তে। ব্যাটার মার্নাস একটু মজার ছলেই মুখ এগিয়ে নিয়ে গিয়ে তাকিয়ে থাকেন সিরাজের দিকে। তবে সিরাজ গিয়ে স্টাম্পের উপরে একটি বেলকে অপরটির সঙ্গে বদলে দেন এবং বোলিং ক্রিজের দিকে হাঁটা লাগান।
সিরাজ মুখ ঘুরিয়ে বোলিং ক্রিজের দিকে হাঁটা লাগানোর পরেই ল্যাবুশান পুনরায় ২টি বেলকে আগের মতো করে দেন। অর্থাৎ, ফের একটি বেলকে অপরটির সঙ্গে বদলে দেন তিনি। সিরাজের সেই ওভারের ৫টি বল নির্বিঘ্নে খেলে দেন ল্যাবুশান। যদিও একবার জাজমেন্ট দিয়ে বোল্ড হতে হতে বেঁচে যান তিনি।
সিরাজের বলে আউট না হলেও ল্যাবুশানের মনোসংযোগে যে চিড় ধরে, সেটা বোঝা যায় পরের ওভারেই। যে ল্যাবুশান এতক্ষণ জমাট ডিফেন্সের দিকে মন দিয়েছিলেন, ৩৩.২ ওভারে নীতীশ রেড্ডির অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে স্লিপে বিরাট কোহলির হাতে ধরা পড়েন তিনি। ৫৫ বলে ১২ রান করেন সাজঘরে ফেরেন মার্নাস। কোনও বাউন্ডারি মারেননি তিনি। অস্ট্রেলিয়া গব্বা টেস্টের প্রথম ইনিংসে দলগত ৭৫ রানে ৩ উইকেট হারায়।
উল্লেখ্য, এর আগে অ্যাশেজ সিরিজের ওভাল টেস্টের মার্নাস ল্যাবুশানকে বিরক্ত করতে স্টুয়ার্ট ব্রড ঠিক এমনই কাণ্ড ঘটান। ব্রড স্টাম্পের সামনে গিয়ে দু'টি বেলের একটিকে অন্যটির সঙ্গে বদলে দেন। অর্থাৎ, অফ-মিডল স্টাম্পের মাথায় থাকা বেলটিকে তুলে লেগ-মিডল স্টাম্পের মাথায় বসিয়ে দেন এবং লেগ-মিডল স্টাম্পের মাথায় থাকা বেলটিকে বসান অফ-মিডল স্টাম্পের মাথায়। মার্ক উডের ঠিক পরের বলেই স্লিপে জো রুটের হাতে ধরা পড়ে যান ল্যাবুশান।