ভারত শান্তিময় দেশ। কিন্তু ভারতের প্রতিবেশিরা কখনই ভারতকে শান্তিতে থাকতে দেয় না। সেটা পাকিস্তান হোক বা বাংলাদেশ, কিন্তু সাম্প্রতিক সময় নেপাল। বাইরের দেশের মদতে অযথা ভারতকে উত্যক্ত করার চেষ্টা করেন তাঁরা, সেটা সরাসরি হোক বা পরোক্ষভাবে। এই যেমন বাংলাদেশে প্রচুর পরিমাণে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে, অথচ সেদেশ কোনও পর্যাপ্ত ব্যবস্থাই নিচ্ছে না।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলের পর মহমেডান! বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সামিল বাংলা...
বাংলাদেশে প্রতিবাদের নামে যে অশান্তি এবং সংখ্যালঘুদের দমনের চেষ্টা চলছে, তা আদৌ দরকার ছিল কি? যে সমস্ত ভারতীয় নাগরিকের পূর্বসুরীরা বাংলাদেশের থাকতেন, অনেকের এখনও আত্মিয় স্বজন বাংলাদেশে থাকেন। তাঁরা নিজেরাই গল্প করতেন, শেখ হাসিনার সময় নিজেরা একটু নিরাপদ বোধ করলেও কখনই তাঁদের ছেলে-মেয়েদের বেশি রাস্তায় বেরতে দিতেন না সংখ্যাগুরুদের ভয়। অর্থাৎ সেখানকার সংখ্যালঘুরা বরাবরই সংখ্যালঘুর মতোই ব্যবহার করতেন, অযথা তাঁদের ওপরই অত্যাচার চলছে।
আরও পড়ুন-‘সিরিজের গুরুত্ব অনেক,তাই…' হেড-সিরাজ বিতর্ক স্পোর্টিংলি নিচ্ছেন অজি অধিনায়ক…
ইতিমধ্যেই ভারত সংখ্যালঘুদের ওপর অত্যাচারের নিন্দা করেছে। যেভাবে বাংলাদেশে অশান্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং তা থামানোর কোনও নমুনা দেখা যাচ্ছে না, তাতে যথেষ্টই চিন্তা বাড়ছে। এরই মধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা, মহমেডান স্পোর্টিং ক্লাবের তরফেও বাংলাদেশের উপ হাই কমিশনে প্রতিনিধি দল পাঠানোর কথা জানানো হয়। এরই মধ্যে প্রতিবাদে সামিল হল শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবও।
মোহনবাগানের কার্যকরী সমিতির বৈঠক ছিল মঙ্গলবার। সেখানেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক নিন্দা প্রস্তাব গৃহীত হয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশের অশান্তির প্রেক্ষাপটে গৃহীত হওয়া সেই নিন্দা প্রস্তাবটি পাঠানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের উপ হাই কমিশনারের কাছে।
আরও পড়ুন-‘ওর ওপর যা রাগ হয়েছিল না…’! বিশ্বকাপ ফাইনালের পর PSGতে মেসি দেখে কি করেন এমবাপে?
এছাড়াও এদিনের বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে সিদ্ধান্ত নেন বাগান কর্তারা। ১৫ জানুয়ারি প্রয়াত ফুটবল তারকা তথা বাগানের প্রাক্তনী চুনি গোস্বামীর জন্মদিনে মোহনবাগানের নবনির্মিত ক্রিকেট পরিকাঠামোর উদ্বোধন করা হবে। তা উদ্বোধন করতে বাগান ক্লাব তাঁবুতে হাজির হবেন পদ্মশ্রী সৈয়দ কিরমানি। ভারতীয় দলের এই প্রাক্তন উইকেটরক্ষক তারকাকে হাজির করতে চলেছেন মোহনবাগান কর্তারা।