ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে বন্ধুত্ব করা নিয়ে বড় মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মইন খান। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে মইন খান পাকিস্তান ক্রিকেটারদের একটি বিশেষ বার্তা দিয়েছেন। তাঁর মতে, পাকিস্তানের ক্রিকেটাররা যেন ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে বন্ধুত্ব না করেন। এর কারণ হিসাবে তিনি বলেছেন এটা হলে ক্রিকেটারদের দুর্বলতা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচের প্রায় তিন সপ্তাহ আগে এমন মন্তব্য করেছেন মইন খা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে। নিজের খেলোয়াড়ি জীবনে আক্রমণাত্মক এবং চটপটে উইকেটকিপার-ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন মইন খান। তিনি এখন বলেছেন, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানি খেলোয়াড়দের অতিরিক্ত সৌহার্দ্যপূর্ণ আচরণ তাকে অবাক করে।
আরও পড়ুন… গাভাসকরের পরে ভারতের সেরা ওপেনার কে? সচিন বা রোহিত নয়, সৌরভ নিলেন এই তারকার নাম
পাকিস্তান দলের প্রাক্তন প্রধান কোচ ও প্রধান নির্বাচকও ছিলেন মইন খান। অভিনেত্রী উষণা শাহের সঞ্চালিত একটি পডকাস্টে মইন খান বলেন, ‘আমি আজকাল পাকিস্তান ও ভারতের ম্যাচ দেখলে বুঝতে পারি না, ভারতীয় খেলোয়াড়রা যখন ক্রিজে আসে, আমাদের খেলোয়াড়রা তাদের ব্যাট চেক করে, পিঠ চাপড়ে দেয়, বন্ধুসুলভ কথাবার্তা বলে।’
আরও পড়ুন… লাহোর স্টেডিয়ামের এনক্লোজার থেকে মুছে ফেলা হবে ইমরান খানের নাম? কী বলছে PCB?
এরপরে মইন খান আরও বলেন, ‘আজকাল ভারতের বিরুদ্ধে আমাদের খেলোয়াড়দের আচরণ আমার কাছে পুরোপুরি অদ্ভুত মনে হয়। এমনকি পেশাদার খেলোয়াড় হিসেবেও মাঠের বাইরে কিছু নির্দিষ্ট সীমারেখা থাকা উচিত।’ ভারতের বিরুদ্ধে বেশ কয়েকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ খেলা মইন বলেন, প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানো নিয়ে তার আপত্তি নেই, তবে খুব বেশি বন্ধুত্বপূর্ণ হওয়া দলের জন্য ক্ষতিকর হতে পারে।
আরও পড়ুন… প্রত্যেকেরই ব্লক করার অপশন থাকে… অভিনেত্রীদের মেসেজ পাঠানো নিয়ে মুখ খুললেন পাক ক্রিকেটার শাদাব খান
মইন খান বলেন, ‘আমাদের সিনিয়ররা সবসময় আমাদের বলতেন যে ভারতের বিরুদ্ধে খেললে কোনও ছাড় দেওয়ার দরকার নেই এবং মাঠে তাদের সঙ্গে কথা বলারও প্রয়োজন নেই। যখন আপনি বন্ধুত্বপূর্ণ হন, তারা এটিকে দুর্বলতার লক্ষণ হিসেবে দেখে।’ তবে, ৫৩ বছর বয়সি মইন স্বীকার করেছেন যে তিনি তার সময়কার কিছু ভারতীয় খেলোয়াড়ের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন, যদিও তিনি তা কখনও মাঠে সেটা প্রকাশ করেননি।
মইন খান বলেন, ‘আমি মনে করি আমাদের খেলোয়াড়রা এটা বুঝতে পারে না, কিন্তু অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ আচরণকে মাঠে দুর্বলতা হিসেবে ধরা হয় এবং এতে পারফরম্যান্সের ওপর চাপ সৃষ্টি হয়।’ মইন খান জানান, তার প্রজন্মের খেলোয়াড়দের সবচেয়ে বড় আক্ষেপগুলোর মধ্যে একটি এখনও রয়ে গেছে যেটি হল ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয় না পাওয়া। ২১৯টি ওডিআই ও ৬৯টি টেস্ট খেলা মইন আরও বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দৌড়ে ভারত ও পাকিস্তান দু'দলই অন্যতম ফেবারিট।