বাংলা নিউজ > ক্রিকেট > Unwanted World Record: ১০ রানে অল-আউট, T20I-তে লজ্জার বিশ্বরেকর্ড গড়ল এই দেশ, প্রতিপক্ষ ম্যাচ জিতল ৫ বলেই

Unwanted World Record: ১০ রানে অল-আউট, T20I-তে লজ্জার বিশ্বরেকর্ড গড়ল এই দেশ, প্রতিপক্ষ ম্যাচ জিতল ৫ বলেই

১০ রানে অল-আউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড। ছবি- টুইটার।

বৃহস্পতিবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে কম রানে অল-আউট হওয়ার যুগ্ম বিশ্বরেকর্ড দেখল ক্রিকেট বিশ্ব।

কখনও জাপান, কখনও হংকং আবার কখনও সিঙ্গপুর, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মঙ্গোলিয়াকে নিয়ে ছেলেখেলা করছে একের পর এক দেশ। ২০২৪ সালে ইতিমধ্যেই একবার ৩০-এর নীচে এবং দু'বার ২০-র কমে অল-আউট হয় মঙ্গোলিয়া। তবে বৃহস্পতিবার সিঙ্গপুরের সামনে ল্যাজেগোবরে হয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়ল তারা।

মঙ্গলবার আইসিসি মেনস টি-২০ ওয়ার্ল্ড কাপ এশিয়া কোয়ালিফায়ার এ-র ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে মাঠে নামে মঙ্গোলিয়া। এই ম্যাচে মাত্র ১০ রানে অল-আউট হয়ে যায় মঙ্গোলিয়া। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটিই সব থেকে কম রানে অল-আউট হওয়ার যুগ্ম বিশ্বরেকর্ড।

এর আগে ২০২৩ সালে স্পেনের বিরুদ্ধে আইল অফ ম্যান ৮.৪ ওভারে ১০ রানে অল-আউট হয়। এতদিন সেটিই ছিল এককভাবে সব থেকে ছোট আন্তর্জাতিক টি-২০ ইনিংস। এবার আইল অফ ম্যানের লজ্জার ভাগ নিল মঙ্গোলিয়া।

আইল অফ ম্যানের বিরুদ্ধে সেই ম্যাচে পালটা ব্যাট করতে নেমে স্পেন ২ বলেই জয় তুলে নেয়। তবে মঙ্গোলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে সিঙ্গাপুর জয় তুলে নেয় ৫ বলে। যদিও তারা ১টি উইকেটও হারায়। অর্থাৎ ১১৫ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে সিঙ্গাপুর।

আরও পড়ুন:- ৯৪ রানে ৭ উইকেট হারানো দলকে লড়াকু সেঞ্চুরিতে টেনে তুললেন সরফরাজের ভাই, সেলিব্রেশনেও দাদার খামতি ঢাকলেন মুশির- ভিডিয়ো

মঙ্গোলিয়া বনাম সিঙ্গাপুর ম্যাচ

টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মঙ্গোলিয়া। তারা ১০ ওভারে ১০ রান তুলে ১০ উইকেট হারিয়ে বসে। ৫ জন ব্যাটার খাতা খুলতে পারেননি। মঙ্গোলিয়ার ১০ ব্যাটারের ব্যক্তিগত রান সংখ্যা পাশাপাশি রাখলে মোবাইল নম্বর মনে হওয়াই স্বাভাবিক।

আরও পড়ুন:- Duleep Trophy 2024: শ্রেয়সরা আয়ারাম গয়ারাম, ব্যাট হাতে একা লড়লেন অক্ষর, বিশ্বকাপ ফাইনালের মতোই প্রতিরোধ গড়লেন 'বাপু'

সিঙ্গাপুরের হর্ষ ভরদ্বাজ ৪ ওভার বল করে ২টি মেডেন-সহ ৩ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। ৪ ওভারে ৪ রান খরচ করে ২টি উইকেট নেন অক্ষয় পুরী। ১টি করে উইকেট নেন রাহুল শেষাদ্রি ও রমেশ কালিমুথু।

জবাবে ব্যাট করতে নেমে সিঙ্গাপুর ০.৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ২ বলে ৬ রান করে নট-আউট থাকেন উইলিয়াম সিম্পসন। ম্যাচের সেরা হন হর্ষ।

আরও পড়ুন:- বয়ফ্রেন্ডের হাতেই খুন হলেন প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া অ্যাথলিট, আগুন লাগিয়ে দেওয়া হয় শরীরে

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে কম রানে অল-আউট

১. মঙ্গোলিয়া- ১০ রানে (বনাম সিঙ্গাপুর, ২০২৪)।
২. আইল অফ ম্যান- ১০ রানে (বনাম স্পেন, ২০২৩)।
৩. মঙ্গোলিয়া- ১২ রানে (বনাম জাপান, ২০২৪)।
৪. মঙ্গোলিয়া- ১৭ রানে (বনাম হংকং, ২০২৪)।
৫. তুরস্ক- ২১ রানে (বনাম চেক প্রজাতন্ত্র, ২০১৯)।
৬. চিন- ২৩ রানে (বনাম মালয়েশিয়া, ২০২৩)।
৭. রওয়ান্ডা- ২৪ রানে (বনাম নাইজেরিয়া, ২০২৩)।
৮. মঙ্গোলিয়া- ২৬ রানে (বনাম জাপান, ২০২৪)।
৯. লেসোথো- ২৬ রানে (বনাম উগান্ডা, ২০২১)।

ক্রিকেট খবর

Latest News

4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস 'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন? ৪৫ রানে অল-আউট থেকে শেষ বলের থ্রিলারে জয়, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির কাজ করেছেন অমিতাভ! KBC-তে বললেন, ‘টানা ২৩ ঘণ্টা…’ SRK-কে দেখার আশায় মন্নতের সামনে ৩৫দিন অপেক্ষারত ১ব্যক্তি!ভক্তকে দেখা দিলেন কিং? রাজেশ খান্নার সঙ্গে একটা সময়ের পর আর কাজ করা যেত না! দাবি জাভেদ আখতারের মোদীর সমালোচনা করায় ইস্তফা মলদ্বীপের দুই মন্ত্রীর, ভারত সফরে আসবেন মুইজ্জু প্রধান বিচারপতির বাসভবনে গণেশ পুজোয় আরতি করলেন মোদী, দেখুন Video তর্ক করতে আসা ল্যাবুশানকে ভাগিয়ে দিলেন আম্পায়াররা, নির্বাসিত হতে পারেন মার্নাস আজ শুরু মহালক্ষ্মী ব্রত, অর্থ সংকট দূর করতে কী করবেন জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.