ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে অ্যাডিলেডে ট্র্যাভিস হেড দুরন্ত পারফরমেন্স দেখান। ভারতের বিপক্ষে টেস্টে নিজের দ্বিতীয় শতরান পেলেন হেড। এই তারকা ক্রিকেটার গোলাপি বলের টেস্টে এই নিয়ে টানা তিনবার দ্রুততম শতরান করলেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে গোলাপি বলে দ্রুতত শতরানের পর অ্যাডিলেডে দ্বিতীয় দিনে ১১১ বলে শতরান করে ফের নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি।
আরও পড়ুন-BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অ
এই ম্যাচে প্রথম ইনিংসে ট্র্যাভিস হেডকে আউট করার পরই নিজের রাগ, বিরক্তির বহিপ্রকাশ ঘটান ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। তিনি প্রথম ইনিংসে চার উইকেটও নেন। কিন্তু দীর্ঘক্ষণ ধরে চেয়েও হেডের উইকেট তুলতে পারছিলেন না তিনি। ১৪০ রানে যখন তিনি আউট হলেন, ততক্ষণে ভারতের অনেক ক্ষতি হয়েছে গেছে। যদিও সিরাজের পাশেই দাঁড়াচ্ছেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
হেডকে আউট করার পরই কিছু কথাও তাঁর উদ্দেশ্যে বলেন সিরাজ, যেটা শোনা না গেলেও হেডের পাল্টা কথা বলা দেখে বোঝা যায়, বিষয়টি উত্তেজনাকর। যদিও মর্কেল ভারতীয় পেসারের পাশে দাঁড়াচ্ছেন। কারণ ঘরের মাঠে হেডের শতরানের পর অ্যাডিলেডের দর্শকরা সকলেই সিরাজকে টানা কটু্ক্তি করে চলেছিলেন।
মর্নি মর্কেল দ্বিতীয় দিনের খেলার শেষে বললেন, ‘সিরাজ এমন একজন ক্রিকেটার, যে বল হাতে নিজের ১০০ শতাংশ দিতে চায়। এরকমই শক্তি এবং মানসিকতা ও আমাদের বোলিং ইউনিটে আনে। স্কোরবোর্ড যতই হোক না কেন, ও সারাদিন পরিশ্রম করতে রাজি। আমার মনে হয় এটা একটা বড় সিরিজ, তাই এখানে এমন মূহূর্ত মাঝে মধ্যেই দেখা যাবে। ’।
মর্কেল বলছেন, খেলার সময় এই লড়াই চললেও দুজনই অত্যন্ত শক্তিশালী ক্রিকেটার নিজের দলের। তাই মাঠের লড়াইয়ের পর তাঁরা বন্ধু হিসেবেই থাকবেন। প্রসঙ্গত ৮৩র বিশ্বকাপজীয় তারকা সুনীল গাভাসকর সিরাজের আচরণের সমালোচনা করেছিলেন। তার মতে যে ক্রিকেটার ১৪০ রান করে আউট হয়েছে, তাঁকে সাধুবাদ না জানিয়ে অঙ্গভঙ্গি করে বিদায় জানানোটা বোলারের শোভা পায় না।
আরও পড়ুন-অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
সিরাজ অবশ্য রেগে ছিলেন অন্য কারণে। কারণ রবিচন্দ্রন অশ্বিনের বলে আগেই সিরাজের হাতে প্রায় ক্যাচ তুলে দিয়েছিলেন হেড, কিন্তু মিড অন থেকে দৌড়ে এসে সেই ক্যাচ নিতে পারেননি সিরাজ। অবশ্য নিজেদের দলের বোলিং নিয়ে যে তিনি অখুশি তা চেপে রাখলেন না মর্কেন। স্পষ্টতই বললেন, ‘প্রথম দিনে বোলিংয়ের লাইন লেন্থ আরও ভালো হতে পারত, কারণ অতিরিক্ত সুইং ছিল। আমার মনে হয়, আমাদের বোলাররা ভালোই করছিল, হেডের ওই ইনিংসের আগে পর্যন্ত। কিন্তু এরপর ও পাল্টা বোলারদের চাপে ফেলে দেয় ’। দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দলের স্কোর ৫ উইকেটে ১২৮, ব্যাটিং করছেন নীতীশ রেড্ডি এবং ঋষভ পন্ত।