বাংলা নিউজ > ক্রিকেট > সিরাজ-বুমরাহদের নয়া বোলিং কোচ মর্নি মর্কেল, কবে থেকে গম্ভীরদের সঙ্গে কাজ শুরু করবেন প্রাক্তন প্রোটিয়া তারকা !

সিরাজ-বুমরাহদের নয়া বোলিং কোচ মর্নি মর্কেল, কবে থেকে গম্ভীরদের সঙ্গে কাজ শুরু করবেন প্রাক্তন প্রোটিয়া তারকা !

মর্নি মরকেল। ছবি- এইচটি প্রিন্ট (HT_PRINT)

রাহুল দ্রাবিড়ের পর গৌতম গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পরেই মর্নি মর্কেলের নাম বোলিং কোচ হিসেবে উঠে এসেছিল।এই মুহূর্তে ভারতীয় দল শ্রীলঙ্কা সিরিজ শেষে বিশ্রামে রয়েছে। তাদের পরবর্তী সিরিজ বাংলাদেশের বিরুদ্ধে। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে বাংলাদেশ সিরিজ থেকে ভারতীয় দলের দায়িত্ব নেবেন মরকেল।

শুভব্রত মুখার্জি :- ভারতীয় সিনিয়র দলের হেড কোচ হিসেবে দায়িত্ব টি-২০ বিশ্বকাপের পরপরেই ছেড়ে দেন রাহুল দ্রাবিড়। তাঁর সময়ে তাঁর সঙ্গে যারা কোচিং স্টাফে ছিলেন সবাই দায়িত্ব ছাড়েন একসময়েই। ফলে বোলিং কোচ হিসেবে পরশ মাম্ব্রে দায়িত্ব ছাড়ার পর এতদিন পর্যন্ত ওই জায়গাটা ফাঁকা ছিল। জল্পনা ছিল যে গৌতম গম্ভীরের বোলিং কোচ হিসেবে প্রথম পছন্দ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার মর্নি মর্কেল।এবার সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। বুধবার বিসিসিআইয়ের তরফে সেই জল্পনাতে সিলমোহর ফেলা। জানিয়ে দেওয়া হল পরবর্তী ভারতীয় বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন মর্নি মর্কেল।এখন প্রশ্ন দায়িত্ব তো নিয়েছেন মর্নি মর্কেল।কবে থেকে মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহদের নয়া বোলিং কোচ কাজ শুরু করবেন? আসুন সেটাই জেনে নেওয়ার চেষ্টা করা যাক।

আরও পড়ুন-অস্ট্রেলিয়ার মাটিতে দরকার গতি! তাই আড়ালে থেকেই নিজেকে তৈরি করছেন কাশ্মীরি পেসার!

রাহুল দ্রাবিড়ের পর গৌতম গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পরেই মর্নি মর্কেলের নাম বোলিং কোচ হিসেবে উঠে এসেছিল।এই মুহূর্তে ভারতীয় দল শ্রীলঙ্কা সিরিজ শেষে দীর্ঘ বিশ্রামে রয়েছে। তাদের পরবর্তী সিরিজ বাংলাদেশের বিরুদ্ধে।বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে বাংলাদেশ সিরিজ় থেকে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি।গৌতম গম্ভীর প্রথমে বোর্ডের কাছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং কোচ অভিষেক নায়ারকে ভারতীয় দলের সহকারী কোচ করার প্রস্তাব দেন। এরপর রায়ান টেন ডোসকাটেকে সহকারী কোচ করার প্রস্তাব তিনি দেন বিসিসিআইয়ের কাছে। এই দুই প্রস্তাব বিসিসিআই আগেই মেনে নিয়েছিল। এরপর তিনি বোলিং কোচ হিসেবে মর্নি মর্কেলের নাম দিলেও এই বিষয়ে সিদ্ধান্ত তখন নেওয়া হয়নি। বিসিসিআই সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজ়ে সাইরাজ বাহুতুলেকে কোচ হিসেবে দলের সঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন-অবসর নিলেন কেন উইলিয়ামসনের প্রাক্তন সতীর্থ! ক্রিকেট নয়, আপাতত মন দেবেন ব্যবসায়…

প্রসঙ্গত অতীতে লখনউ সুপার জায়ান্টসে গম্ভীর মেন্টর। সেই সময়েই দলের বোলিং কোচ ছিলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকার বোলার। দুই বছর তারা একসঙ্গে কাজ করেছেন। এর আগে যখন গম্ভীর কেকেআরের অধিনায়ক ছিলেন সেই সময়ে কলকাতা নাইট রাইডার্সে ক্রিকেটার হিসেবে খেলেন মর্কেলও। ফলে তাদের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। তাঁরা একে অপরের কাজের পদ্ধতির সঙ্গেও পরিচিত।ফলে সেই কারণেই গম্ভীর,মর্কেলের নামটি সুপারিশ করেছিলেন। এবার তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন ভারতের হয়ে।

আরও পড়ুন-ডোপিং তো করিনি,প্রযুক্তিগত ভুলের শাস্তি আমায় কেন! নির্বাসনের পর প্রশ্ন প্রমোদের…

উল্লেখ্য এর আগে ২০২৩ ওডিআই বিশ্বকাপে পাকিস্তান দলের কোচের দায়িত্বও পালন করেছেন মর্কেল।২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দলের খারাপ পারফরম্যান্সের পরেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন।অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপে নামিবিয়ার কোচিং স্টাফেও ছিলেন তিনি।দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে ডারবান সুপার জায়ান্টসের কোচে থাকার পাশাপাশি তিনি মেয়েদের টি-২০ বিশ্বকাপেও নিউজিল্যান্ড দলের কোচিং স্টাফে ছিলেন।

ক্রিকেট খবর

Latest News

ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো বিয়ে বাঁচাতে অমিতাভ-জয়ার থেকে আলাদা হবেন অভিষেক? জলসার কাছে কিনলেন নতুন সম্পত্তি ‘টলিউডের বি গ্রেড,সি গ্রেড সব শিল্পী..’, তৃণমূল সাংসদের কটাক্ষ,পালটা তুলিকা আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬টি দেশের বিরুদ্ধে জয়ের নজির আফগান মহম্মদ নবির...

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.