বাংলা নিউজ > ক্রিকেট > গম্ভীরের পছন্দের বোলিং কোচকেই নিয়োগ করতে চলেছে ভারত, বাংলাদেশ সিরিজের আগে যোগ দিতে পারেন প্রোটিয়া তারকা

গম্ভীরের পছন্দের বোলিং কোচকেই নিয়োগ করতে চলেছে ভারত, বাংলাদেশ সিরিজের আগে যোগ দিতে পারেন প্রোটিয়া তারকা

গম্ভীরের পছন্দের বোলিং কোচকেই নিয়োগ করতে চলেছে ভারত, বাংলাদেশ সিরিজের আগে যোগ দিতে পারেন প্রোটিয়া তারকা। ছবি: এএফপি

BCCI Finally Accepts Gautam Gambhir's Request: গম্ভীরের কোচিং টিমে ইতিমধ্যে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অভিষেক নায়ার এবং ডাচ প্রাক্তনী রায়ান টেন দুশখাতেকে যুক্ত করা হয়েছে। রাহুল দ্রাবিড় জমানার ফিল্ডিং কোচ টি দিলীপকেও নিয়োগ করা হয়েছে। এবার প্রোটিয়া পেসারও বোলিং কোচ হিসাবে যুক্ত হতে পারেন।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার মর্নে মরকেল ভারতের নতুন বোলিং কোচ হিসাবে গৌতম গম্ভীরের কোচিং গ্রুপে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজে মরকেল তাঁর মেয়াদ শুরু করবেন।

চলতি টি২০ বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের জেরে পদত্যাগ করেন তাদের বোলিং কোচ মরকেল। গত জুনে ছয় মাসের চুক্তিতে পাকিস্তান টিমের বোলিং কোচের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন পেসার। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছেড়ে দেন মরকেল। এবার তিনি ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন বলে খবর। প্রসঙ্গত, মরকেল লখনউ সুপার জায়ান্টসে গম্ভীরের সঙ্গে দুই বছর কাজ করেছেন।

আরও পড়ুন: স্মিথের ঝড়ের পর, জানসেন, রাচিনদের আগুন, খড়কুটোর মতোই সান ফ্রান্সিসকোকে উড়িয়ে শিরোপা ওয়াশিংটনের

ভারতের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরের কোচিংয়ে ইতিমধ্যেই সূর্যকুমার যাদবরা প্রথম সিরিজেই জয় ছিনিয়ে নিয়েছে। এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কাকে টি২০ সিরিজে ২-০ হারিয়েছে। এখনও একটি টি২০ বাকি। এর পর ভারত রোহিত শর্মার নেতৃত্বে এবং নতুন কোচের অধীনে তিন ম্যাচের ওডিআই সিরিজও খেলবে। রোহিত, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কুলদীপ যাদব সহ ওডিআই সিরিজের প্লেয়াররা ইতিমধ্যে শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন: দ্রাবিড়ের সময় থেকেই সূর্যকে টি২০ অধিনায়ক হিসাবে প্রথম ভাবনাচিন্তা শুরু হয়েছিল- বড় দাবি প্রাক্তন বোলিং কোচের

৩০ জুলাই পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচটি খেলবে টিম ইন্ডিয়া। এর পর যাঁরা ওডিআই সিরিজের দলে রয়েছেন, তাঁরা রোহিতদের সঙ্গে যুক্ত হবেন। ওডিআই সিরিজ শুরু হবে ২ অগস্ট থেকে। পরবর্তী ম্যাচ ২টি রয়েছে ৪ এবং ৭ অগস্ট। কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওডিআই ম্যাচ তিনটি খেলা হবে।

আরও পড়ুন: বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও ৭ উইকেটে জিত ভারতের, নতুন কোচ-অধিনায়ক জুটির হাত ধরে প্রথম সিরিজ জয়

যাইহোক, গম্ভীরের কোচিং টিমে ইতিমধ্যে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অভিষেক নায়ার এবং ডাচ প্রাক্তনী রায়ান টেন দুশখাতেকে যুক্ত করা হয়েছে। ২০১২ এবং ২০১৪ সালে আইপিএলজয়ী কেকেআর দলে ছিলেন দুশখাতে। এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসাবে কাজ করেছেন তিনি। অভিষেক নায়ারও কেকেআর-এর সহকারী কোচ ছিলেন। দু'জনেই গম্ভীরের সঙ্গে কাজ করেছেন এবং এঁদের সম্পর্কও ভালো। মরকেলের সঙ্গেও কাজ করেছেন গম্ভীর। তবে রাহুল দ্রাবিড় জমানার ফিল্ডিং কোচ টি দিলীপকেও নিয়োগ করা হয়েছে, কিন্তু তাঁর সঙ্গে গৌতি এর আগে কখনও কাজ করেননি।

মরকেল শ্রীলঙ্কা সফরে না থাকায়, সাইরাজ বাহুতুলেকে বোলিং কোচ হিসাবে নিয়ে যাওয়া হয়েছে। এখন শোনা যাচ্ছে, স্পিন বোলিং কোচ হিসাবে রেখে দেওয়া হতেও পারে বাহুতুলেকে। তবে এই সম্পর্কে এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।

ক্রিকেট খবর

Latest News

বন্যাদুর্গত জেলায় ছিমছাম ‘‌বিজয়া সম্মিলনী’‌, জেলা নেতৃত্বকে নির্দেশ নেত্রীর সাবধান! পেনশনভোগীদের টাকা হাতিয়ে নিতে নতুন ফাঁদ ,ফর্ম পূরণ করতে বলছে প্রতারকরা T20I এখন অতীত, পাপারাজ্জির প্রশ্নের উত্তরে বুঝিয়ে দিলেন রোহিত, ভাইরাল ভিডিয়ো ভারতীয় ফুটবলের বড় লজ্জা! জাপানের দলের বিরুদ্ধে ০-১৭ গোলে হারল ওড়িশা এফসি ভারতের সফলতম অধিনায়ক মাহি, অকপটে স্বীকার বিরাটের RCB সতীর্থর আই লিগ-৩ চ্যাম্পিয়ন DHFC, আপ্লুত অভিষেক তুলে ধরলেন ‘ডায়মন্ড হারবার মডেল’ জয়নগরে পুলিশের ‘ভুল’ ধরিয়ে দিলেন মমতাই! তবে বললেন ‘২-১ টা ঘটনা নিয়ে চিৎকার করছে’ ৩৭ বছর ধরে শ্রীরামের ভূমিকায় অভিনয়, রামলীলার মঞ্চেই হৃদরোগে প্রাণ গেল অভিনেতার ‘আমি আমার স্বামীর জীবনটা কতটা হেল করে দি,তাও দেখতে পাবেন’ হঠাৎ কেন বললেন ঋতাভরী? পোখরানে মিসাইল পরীক্ষায় চূড়ান্ত সফল ভারত, উড়িয়ে দেবে শত্রুর যুদ্ধবিমান, ড্রোন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.