চলতি লেজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম ম্যাচে ব্যাট হাতে নজর কাড়তে পারেননি সুরেশ রায়না। মাত্র ১ রানে হারতে হয় তাঁর দল টয়াম হায়দরাবাদকে। এবার গুজরাট গ্রেটসের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঝোড়ো ব্যাটিং করেন রায়না। তা সত্ত্বেও পরাজয়ের মুখ দেখতে হয় তাঁর দলকে। এক্ষেত্রে ধ্বংসাত্মক শতরান করে শিধর ধাওয়ানের নেতৃত্বাধীন গুজরাটকে জয় এনে দেন মর্নি ভ্যান উইক।
যোধপুরে এলএলসি-র তৃতীয় লিগ ম্যাচে সম্মুখসমরে নামে রায়নার হায়দরাবাদ ও ধাওয়ানের গুজরাট। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে হায়দরাবাদ। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭২ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ক্যাপ্টেন রায়না এক্ষেত্রে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন বলা যায়।
রায়না ২৭ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে মাঠ ছাড়েন। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। ২৫ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন পিটার ট্রেগো। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া ১৯ বলে ২৬ রান করেন গুরকিরৎ সিং মন। তিনি ৩টি চার মারেন। ওয়াল্টন ১৭, ওয়ার্কার ১৩, শন মার্শ ১, ক্লার্ক ১৫, স্টুয়ার্ট বিনি ৭ ও শিনওয়ারি ৪ রানের যোগদান রাখেন।
গুজরাট গ্রেটসের হয়ে ২টি করে উইকেট নেন লিয়াম প্লাঙ্কেট, মনন শর্মা ও প্রসন্ন। ১টি উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল। উইকেট পাননি ঈশ্বর পান্ডে ও জন মুনি।
জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে পালটা ব্যাট করতে নামে গুজরাট। তারা শেষ ওভারের থ্রিলারে উত্তেজক জয় ছিনিয়ে নেয়। গুজরাট ১৯.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ধ্বংসাত্মক শতরান করেন মর্নি ভ্যান উইক। তিনি ৬৯ বলে ১১৫ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন ৮টি চার ও ৯টি ছক্কা।
ওপেন করতে নেমে ২০ বলে ২১ রান করেন শিখর ধাওয়ান। তিনি কেবল সঙ্গ দেন মারকাটারি মেজাজে ব্যাট করা অপর ওপেনার মর্নিকে। ধাওয়ান ৩টি চার মারেন। ১৮ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন লেন্ডল সিমন্স। তিনি ৩টি চার মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৩ রান করে নট-আউট থাকেন যশপাল সিং। ৩ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে লেজেন্ডস লিগ অভিযান শুরু করেন গব্বররা।
হায়দরাবাবাদের হয়ে ১টি করে উইকেট নেন ইসুরু উদানা ও গুরকিরৎ সিং মন। ম্য়াচের সেরা হন শতরানকারী মর্নি ভ্যান উইক।