কিংবদন্তি সচিন তেন্ডুলকরের একদিনের অন্তর্জাতিক কেরিয়ার ঝকঝকে সন্দেহ নেই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওয়ান ডে রেকর্ডও সমীহ আদায় করে নেয় ক্রিকেটপ্রেমীদের। তবে বিশেষ একটি ক্ষেত্রে রোহিত শর্মার কৃতিত্বের সামনে সচিন-সৌরভকেও ফিকে দেখায়। কোনও ভারতীয় ক্রিকেটারই এই নিরিখে রোহিত শর্মার ধারে-কাছে নেই। এই রেকর্ডে চোখ রাখলেই বোঝা যায় যে, রোহিতকে কেন হিটম্যান বলা হয়।
আসলে ওয়ান ডে ইনিংসে ৫টি বা তারও বেশি ছক্কা হাঁকানোর নিরিখে সচিন-সৌরভের থেকে বিস্তর ফারাক তৈরি করে নিয়েছেন রোহিত শর্মা। কটকের বিধ্বংসী শতরানের পরে রোহিতের ৫টি বা তারও বেশি ছক্কার সাহায্যে গড়া ওয়ান ডে ইনিংসের সংখ্যা দাঁড়ায় ২০টি। অর্থাৎ, এই নিয়ে মোট ২০ বার এক ইনিংসে ৫টি বা তারও বেশি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। ভারতীয়দের মধ্যে এই নিরিখে সবার আগে রয়েছেন রোহিত শর্মা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি মোট ৮ বার ওয়ান ডে ইনিংসে ৫টি বা তারও বেশি ছক্কা হাঁকিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মোট ৭ বার একটি ওয়ান ডে ইনিংসে ৫টি বা তারও বেশি ছয় মেরেছেন। বিরাট কোহলি এই নিরিখে আরও পিছনে রয়েছেন। কোহলি মোট ৪ বার ওয়ান ডে ইনিংসে ৫টি বা তারও বেশি ছয় মেরেছেন।
সব থেকে বেশিবার ওয়ান ডে ইনিংসে অন্তত ৫টি ছক্কা হাঁকানো ভারতীয় ব্যাটাররা
১. রোহিত শর্মা মোট ২০ বার ওয়ান ডে ইনিংসে ৫টি বা তারও বেশি ছক্কা মেরেছেন।
২. সচিন তেন্ডুলকর মোট ৮ বার ওয়ান ডে ইনিংসে ৫টি বা তারও বেশি ছক্কা মেরেছেন।
৩. সৌরভ গঙ্গোপাধ্যায় মোট ৭ বার ওয়ান ডে ইনিংসে ৫টি বা তারও বেশি ছক্কা মেরেছেন।
৪. বীরেন্দ্র সেহওয়াগ মোট ৬ বার ওয়ান ডে ইনিংসে ৫টি বা তারও বেশি ছক্কা মেরেছেন।
৫. হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি ও যুবরাজ সিং মোট ৪ বার করে ওয়ান ডে ইনিংসে ৫টি বা তারও বেশি ছক্কা মেরেছেন।
আরও পড়ুন:- IND vs ENG 2nd ODI: কটকে রোহিত শর্মার ৭টি ছক্কা কত মিটারের?
কটকে বিধ্বংসী শতরানের পথে ৭টি ছক্কা রোহিত শর্মার
কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ৩০ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন রোহিত শর্মা। তিনি শতরানের গণ্ডি টপকান মোটে ৭৬ বলে। সাহায্য নেন ৯টি চার ও ৭টি ছক্কার। শেষমেশ ১২টি চার ও ৭টি ছক্কার সাহায্য়ে ৯০ বলে ১১৯ রান করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক।