India and Sri Lanka match tie: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তানকে টপকে ওয়েস্ট ইন্ডিজের পরেই নিজের জায়গা করে নিল টিম ইন্ডিয়া। আসলে শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে টাই করে ভারত। আর এর ফলে পুরুষদের ওয়ানডে ক্রিকেটে মোট ১০ বার টাই করল তারা। এই তালিকার শীর্ষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এখনও পর্যন্ত তারা মোট ১১ টা ম্যাচে টাই করেছে। এই তালিকার তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। তারা মোট ৯টি আন্তর্জাতিক একদিনের ম্যাচে এখনও পর্যন্ত টাই করেছে। এই তালিকার চার নম্বর ও পাঁচ নম্বরে রয়েছে ইংল্যান্ড ও পাকিস্তান। তবে তারাও অস্ট্রেলিয়ার মতো ৯ টি ODI ম্যাচ টাই করেছে।
আরও পড়ুন… ভিডিয়ো: সোনা জেতার পরেই অলিম্পিক্সের মঞ্চে বিয়ের প্রস্তাব পেলেন চিনা শাটলার হুয়াং ইয়াকিওং
দেখে নিন পুরুষদের ODI ক্রিকেটে সর্বাধিক টাই ম্যাচ করেছেন যে দল-
১১ - ওয়েস্ট ইন্ডিজ
১০ - ভারত
৯ - অস্ট্রেলিয়া
৯ - ইংল্যান্ড
৯-পাকিস্তান
এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে ২ টি ব্যাক-টু-ব্যাক টাই করা দল হয়েছে টিম ইন্ডিয়া। ২০২০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত টাই করেছিল। এরপরে ২০২৪ সালের ২ অগস্ট অর্থাৎ শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টাই ম্যাচ খেলল ভারত। এদিকে ১২ বছর বাদে ওয়ানডে ফর্ম্যাটে ভারত আবারও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি টাই করল।
কী হয়েছিল এদিনের ম্যাচে-
এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা দল। তাদেরও হেড কোচ পদে পরিবর্তন হয়েছে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সনথ জয়সূর্য। তাঁর অধীনে এদিন প্রথম ম্যাচ খেলতে নেমে শ্রীলঙ্কা নিজেদের নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে করে ২৩০ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন দুনিথ ওয়েলালাগে। তিনি এদিন ৬৭ রান করে অপরাজিত থেকে গিয়েছেন। ওপেনার পাথুম নিশঙ্কা করেছেন ৫৬ রান। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল এবং আর্শদীপ সিং।
আরও পড়ুন… Paris Olympics 2024: তিরন্দাজিতে ইতিহাস গড়েও ব্রোঞ্জ পদক জিততে পারল না ধীরাজ-অঙ্কিতা জুটি
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দল অল আউট হয়ে যায় ২৩০ রানে। অধিনায়ক তথা ওপেনার রোহিত শর্মা করেছেন ৫৮ রান। বিরাট কোহলি ২৪, শ্রেয়স আইয়ার ২৩, কেএল রাহুল ৩১, অক্ষর প্যাটেল ৩৩ এবং শিবম দুবে ২৫ রান করেছেন। ম্যাচে যখন জয়ের জন্য ভারতের ১৫ বলে ১ রান দরকার ছিল। সেই সময়েই শ্রীলঙ্কার হয়ে বল করতে এসে পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে দলের হয়ে ম্যাচটি টই করেন অধিনায়ক চরিথ আসালঙ্কা।