ক্যাপ্টেন হিসেবে প্রথম মরশুমে চেন্নাই সুপার কিংসকে আইপিএলের প্লে-অফে তুলতে পারেননি রুতুরাজ গায়কোয়াড়। এবার আইপিএলের ঠিক পরেই মহারাষ্ট্র প্রিমিয়র লিগের প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হল রুতুরাজের নেতৃত্বাধীন পুণেরি বাপ্পা দলকে।
সোমবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে সম্মুখসমরে নামে রুতুরাজের পুণেরি বাপ্পা ও প্রশান্ত সোলাঙ্কির নেতৃত্বাধীন ঈগল নাসিক টাইটানস। টস জেতেন পুণেরি বাপ্পার ক্যাপ্টেন রুতুরাজ। তিনি ঈগল নাসিককে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান।
শুরুতে ব্যাট করে ঈগল নাসিক টাইটানস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৫ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন রঞ্জিত নিকম। তিনি ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। ২৬ বলে ৩৭ রান করেন অথর্ব কালে। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন।
১৯ বলে ২২ রান করেন হরি সাওয়ান্ত। তিনি ৪টি চার মারেন। ১৯ বলে ২৪ রান করেন রোহিত হাড়কে। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ৭ বলে ১৭ রান করেন ধনরাজ শিন্ডে। তিনিও ১টি চার ও ২টি ছক্কা মারেন। খাতা খুলতে পারেননি অর্শিন কুলকার্নি। ৪ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন সচিন ভোসালে। ১টি করে উইকেট পকেটে পোরেন রামকৃষ্ণ ঘোষ, রোশন ওয়াঘসারে ও রোহন দামলে।
জবাবে ব্যাট করতে নেমে পুণেরি বাপ্পা ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৮ রানে আটকে যায়। ৭ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে ঈগল নাসিক টাইটানস। পুণেরি বাপ্পার হয়ে সব থেকে বেশি ৪০ রান করেন যশ ক্ষীরসাগর। ২৭ বলের ইনিংসে তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড় করেন ৩৮ রান। তিনি ২১ বলের মারকাটারি ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া ১৪ বলে ২৩ রান করেন সুরজ শিন্ডে। তিনি ২টি ছক্কা মারেন। ১৭ বলে ২০ রান করেন রোহন দামলে। তিনি ২টি চার মারেন। পবন শাহ ১২, রাহুল দেশাই ১৮ ও রামকৃষ্ণ ঘোষ ১২ রানের যোগদান রাখেন।
নাসিকের হয়ে মুকেশ চৌধরী ৪ ওভারে ৩০ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। অর্শিন কুলকার্নি ৪ ওভারে ৩৫ রান খরচ করে ৩টি উইকেট পকেটে পোরেন। ২০ রানে ২টি উইকেট নেন হরি সাওয়ান্ত।