ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার নয়া প্রেসিডেন্ট হচ্ছেন, তা নিশ্চিত হয়ে গিয়েছে। আর তারপরই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে। যা গত বছর ফ্লোরিডায় গলফ খেলার মধ্যেই তোলা হয়েছিল। ওই ছবি নিয়ে অসংখ্য মিম বানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো মিমের বন্যা বয়ে গিয়েছে। আর সেই বিষয়টায় সেখানেই ইতি পড়েনি। এবার মার্কিন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যে সাতটি ‘সুইং স্টেট’ ছিল, তার সাতটিতেই ট্রাম্প জিতে যাওয়ায় বা এগিয়ে থাকায় নেটিজেনরা তো কেউ-কেউ তো আবার ‘থালা ফর আ রিজন’ বলতে শুরু করেছেন।
'ধোনি ফিনিশিং টিপস দিয়েছেন ট্রাম্পকে'
ট্রাম্প এবং ধোনির ছবি পোস্ট করে এক নেটিজেন বলেছেন, ‘থালার (ধোনির) সঙ্গে থাকার ফল।’ এক নেটিজন আবার বলেছেন, ‘ট্রাম্প জিতেছেন। কারণ ধোনি তাঁকে ফিনিশিং টিপস দিয়েছেন।’ অপর একজন বলেছেন, ‘থালা এবং ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর সাত হল ধোনির নম্বর। থালা ফর আ রিজন।’
১-৬ থেকে ৭-০ ট্রাম্পের
কেউ-কেউ তো আবার সংখ্যার খেলায় মেতেছেন। ধোনির প্রিয় নম্বর হল সাত। আর এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাতটি ‘সুইং স্টেট’ (জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা এবং উইসকনসিন) ছিল। যে সাতটি রাজ্যের উপরই নির্ভর করছিল যে ট্রাম্প প্রেসিডেন্ট হবেন কিনা। আর অভাবনীয় কিছু না হলে সাতে সাত করতে চলেছেন ট্রাম্প। ইতিমধ্যে নর্থ ক্যারোলিনা, জর্জিয়া এবং পেনসিলভানিয়ায় জিতে গিয়েছেন। বাকি চারটি রাজ্যেও এগিয়ে আছেন।
আর সেই বিষয়টি তুলে ধরে এক নেটিজেন বলেন, ‘সাতটি সুইং রাজ্যেই জিতছেন ট্রাম্প।’ একজন আবার বলেন, ‘থালা ধোনির টিপস পেয়েই ট্রাম্পের জীবন পালটে গিয়েছে।’ উল্লেখ্য, ওই সাতটি রাজ্যের মধ্যে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ছ'টিতে হেরে গিয়েছিলেন ট্রাম্প। একমাত্র নর্থ ক্যারোলিনায় জিতেছিলেন। আর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও জিততে পারেননি। এবার একেবারে সাতে সাত করে মার্কিন প্রেসিডেন্ট হলেন ট্রাম্প।
কবে ধোনি ও ট্রাম্পের সেই সাক্ষাৎ হয়েছিল?
গত বছর সেপ্টেম্বরে ট্রাম্পের সঙ্গে ধোনির ছবি সামনে এসেছিল। সেইসময় অবশ্য আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন না ট্রাম্প। তবে প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছিলেন। যিনি 'MAGA' টুপি পরেছিলেন। অর্থাৎ ‘মেক ইন্ডিয়া আমেরিকা গ্রেট এগেইন’ (MAGA) লেখা টুপি পরেছিলেন ট্রাম্প। যিনি আগামী ২০ জানুয়ারি সরকারিভাবে আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন।