Harbhajan Singh criticized Pakistani journalist: পাকিস্তানের সাংবাদিকের বিশেষ ক্লাস নিলেন হরভজন সিং! আসলে পাকিস্তানের এক সাংবাদিক এমএস ধোনির সঙ্গে মহম্মদ রিজওয়ানের তুলনা করেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সকলের উদ্দেশ্যে একটি প্রশ্ন রাখেন। যেখানে তিনি এমএস ধোনি ও মহম্মদ রিজওয়ানের দুটি ছবি পোস্ট করেছে এবং ক্রিকেট ভক্তদের কাছে একটি প্রশ্ন রেখেছেন। তিনি ভক্তদের জিজ্ঞাসা করেন, ‘আচ্ছা বলুন তো এমএস ধোনি নাকি মহম্মদ রিজওয়ান? কে সেরা? সত্যি করে বলবেন?’
পাকিস্তানের সাংবাদিকের এই পোস্ট দেখেই রেগে যান হরভজন সিং। এর জন্য তিনি ওই পাকিস্তানি সাংবাদিকের নিন্দা করেন। হরভজন বলেছিলেন যে কেউ রিজওয়ানকে জিজ্ঞাসা করলে এই ক্ষেত্রে তিনিও ধোনির নামই নেবেন। আসলে পাকিস্তানের সাংবাদিকের এই বোকা বোকা পোস্ট দেখে হরভজন সিং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। নিজের মতো করেই হরভজন সিং এই পাক সাংবাদিককে বুঝিয়ে দেন ভালো খেলোয়াড় কে। পাকিস্তানি সাংবাদিকের পোস্টের জবাবে আরও একটি পোস্ট করেন হরভজন সিং।
আরও পড়ুন… Mohammed Shami: মানুষকে বোকা বানানোর জন্য ওরা এমন কথা বলে- ইনজামামের উপর রেগে গেলেন শামি
কী লিখলেন হরভজন সিং?
হরভজন সিং নিজের পোস্টে লেখেন, ‘আজকাল কি ফুঁকছেন আপনি? এটা কি ধরনের বোকা বোকা প্রশ্ন? ভাই একে কিছু বলুন। ধোনি রিজওয়ানের চেয়ে অনেক এগিয়ে, রিজওয়ানকে জিজ্ঞেস করলে সেও সঠিক উত্তরটাই দেবে। আমি রিজওয়ানকে পছন্দ করি, সে একজন ভালো খেলোয়াড় যে ভালো খেলে। কিন্তু ধোনির সঙ্গে ওর তুলনা করাটাই ভুল। ধোনি এখনও বিশ্ব ক্রিকেটে এক নম্বর। উইকেটের পিছনে তাঁর চেয়ে ভালো আর কেউ নেই।’
যুবরাজ সিং কী বলেছিলেন?
তবে হরভজন সিংয়ের এই মতকে মানতে পারবেন না যুবরাজ সিং। ধোনি যে সেরা উইকেটরক্ষক সেটার সঙ্গে সহমত হবেন না যুবরাজ সিং। কারণ কিছু দিন আগেই যুবরাজ তাঁর সেরা একাদশ বেছেছিলেন। যেকানে তিনি নিজের দলের উইকেটরক্ষকের ভূমিকায় ধোনিকে রাখেননি। তিনি গিলক্রিস্টকে বেছে নিয়েছিলেন।
আরও পড়ুন… জীবনের নতুন ইনিংস শুরু করলেন দীপক হুডা! নয় বছর ডেট করার পরে সাত পাকে বাঁধা পড়লেন তারকা অলরাউন্ডার
ধোনিই কি সেরা?
এমএস ধোনিকে অনেকেই ক্রিকেট ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক বলে মনে করেন। অধিনায়ক হিসাবে, ধোনি ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন। ভারতকে জয়ের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। উইকেটরক্ষক হিসেবেও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। এমএস ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিন্তু তিনি এখনও তরুণদের কাছে রোল মডেল। আইপিএলে খেলতে দেখা যায় ধোনিকে। চেন্নাই সুপার কিংসকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন তিনি। এই মরশুমে তিনি অধিনায়কত্বও ছেড়ে দিয়ে এখন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলছেন। তবে আগামী মরশুমে আইপিএলকেও বিদায় জানাতে পারেন মহেন্দ্র সিং ধোনি।