শুভব্রত মুখার্জি:- রবিবার গোটা বিশ্ব জুড়ে পালিত হয়েছে ক্রিসমাস অর্থাৎ বড়দিনের অনুষ্ঠান। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষরা উদযাপন করেছেন এই বড়দিনের অনুষ্ঠান।বাচ্চা থেকে বৃদ্ধ কেউ বাদ যাননি এই অনুষ্ঠান পালনে। ভারতেও পালিত হয়েছে এই বড়দিনের উৎসব। এই উৎসব পালনে সামিল হয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। তিনি তাঁর পরিবারের সঙ্গে এবারের বড়দিন পালন করেছেন। আর ধোনি পরিবারের সঙ্গে বড়দিনের উৎসব পালন করেছেন বর্তমান ভারতীয় দলের কিপার ব্যাটার ঋষভ পন্তও। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে।
নিজের পরিবার এবং পারিবারিক বন্ধুদের সঙ্গে বড়দিনের উৎসব পালন করেছেন মহেন্দ্র সিং ধোনি। একটি লাল টি-শার্ট এবং কালো রঙের জিন্স পরে থাকতে দেখা গিয়েছে ধোনিকে। ছবিতে তাঁর সামনেই দাঁড়িয়ে ছিলেন তাঁর কন্যা জিভা ধোনি। জিভা পড়েছিলেন একটি লাল ড্রেস। মাথায় ছিল তার সান্তা টুপি। পাশে ছিল সান্তা ক্লসের একটি বড় মূর্তি। জিভার পাশেই ছিলেন সাক্ষী ধোনি। তিনি একটি সাদা রঙের ফ্লোরাস প্রিন্টের ড্রেস পড়েছিলেন। তাঁর চোখে ছিল খেলনা চশমা। সাক্ষীর পাশেই লাল -কালো টি শার্ট এবং সাদা রঙের প্যান্ট, মাথায় সান্তা টুপি পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ঋষভ পন্তকে। একটি বড় ক্রিসমাস ট্রি অর্থাৎ গাছের সামনে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায় তাদের।
ছবিটি আপলোড করা হয়েছে ধোনি কন্যা জিভা ধোনির ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ক্যাপশনে লেখা হয়েছে 'মেরি ক্রিসমাস'। উল্লেখ্য ঋষভ পন্তকে কয়েকদিন আগেই দুবাইতে দেখা গিয়েছিল দিল্লি ক্যাপিটালস দলের হয়ে নিলামের টেবিলে লড়াই করতে। সেখানে টিম ম্যানেজমেন্টের সঙ্গে মিলে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সেইদিন বিকেলের দিকে তাঁকে দেখা যায় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনির সঙ্গে টেনিস খেলতে।
উল্লেখ্য, শেষ একবছর সময়ে ২২ গজ থেকে দূরে থাকতে হয়েছে পন্তকে। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কোনও রকমে প্রাণে রক্ষা পান তিনি। এরপর দীর্ঘ লড়াই চালিয়ে ধীরে ধীরে সেরে ওঠার পথে রয়েছেন পন্ত। তবে এখনও বেশকিছু কাজ বাকি রয়েছে। তবে ধীরে ধীরে অনুশীলন শুরু করেছেন পন্ত। আশা করা হচ্ছে তিনি ২০২৪ সালের আইপিএলে দিল্লির হয়ে খেলবেন।