বরাবরই লোকচক্ষুর আড়ালে থাকতে ভালোবাসেন। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিং ধোনির একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়ে। ভাইরাল হয়ে যায় সেইসব ভিডিয়ো। তেমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিয়োয় দেখা গিয়েছে যে জিমের দুই বন্ধুর জন্মদিন পালন করছেন ধোনি। শুধু তাই নয়, দুই বন্ধুকে নিজে হাতে কেক খাইয়ে দেন। ওই বন্ধুদের হাত থেকে নিজেও কেক খান ধোনি। যে ভিডিয়ো দেখে ধোনির প্রতি ভালোবাসা আরও বেড়ে গিয়েছে নেটিজেনদের। তাঁদের বক্তব্য, একেবারে মাটির মানুষ হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাই তো নিজে দাঁড়িয়ে থেকে জিমের বন্ধুদের জন্মদিন পালন করছেন। তাঁকে কেক খাইয়ে দিচ্ছেন। তারইমধ্যে ধোনিকে নয়া লুকেও দেখা গিয়েছে। ‘ক্লিন শেভ’ লুকে ধরা পড়েছেন ধোনি।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা আদতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন সুমিতকুমার বাজাজ। যিনি পেশাদার টেনিস কোচের পাশাপাশি ধোনির সঙ্গে জুটি বেঁধে কোর্টে নামেন। ধোনির সঙ্গে জুটি বেঁধে ঝাড়খণ্ডের টেনিস টুর্নামেন্টের ডাবলস খেতাবও জিতেছেন সুমিত। সেই সুমিত ইনস্টাগ্রামে জন্মদিন সেলিব্রেশনের ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘শুভ জন্মদিন সিদ্ধার্থ এবং চন্দ্রশেখর স্যার। আমার জীবনে আপনারা দু'জনেই থাকায় অত্যন্ত ধন্যবোধ করছি। আপনাদের সব স্বপ্ন পূরণ হোক।’
ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে একটি জায়গায় দুটি কেক রাখা আছে। যেখানে কেক রাখা আছে, সেটা দেখতে অনেকটা ঘাসের মতো ছিল। যে দু'জনের জন্মদিন ছিল, সেই দু'জন সেখান কেক কাটতে থাকেন। সাদা জামা পরা একজনের পিছনে ছিলেন ধোনি। ওই ব্যক্তির কাঁধে হাত দিয়ে কিছু বলতে থাকেন। সম্ভবত ‘হ্যাপি বার্থডে’ বলছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তারইমধ্যে ছাই রঙের টি-শার্ট পরা এক ব্যক্তি ধোনিকে কেক খাইয়ে দিতে চান। ধোনি অবশ্য প্রথমে কেক খাননি। বরং ওই ব্যক্তির হাত থেকে কেক নিয়ে তাঁকে খাইয়ে দেন। তারপর নিজেই কিছুটা কেক খেয়ে নেন। ওই ব্যক্তিও ধোনিকে কেক খাইয়ে দেন।
আরও পড়ুন: হরভজনের ক্রেডিট চুরি করেছেন ধোনি? যুবরাজের বক্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড়
ততক্ষণে সাদা জামা পরা যে ব্যক্তির জন্মদিন ছিল, তিনিও ধোনিকে কেক খাইয়ে দিতে যান। তবে এবারও ধোনি আগে ওই ব্যক্তির থেকে কেক খাননি। বরং তাঁর হাত থেকে কেক নিয়ে খাইয়ে দেন। সেই কেকের বাকি অংশটা ধোনিকে খাইয়ে দেন ওই ব্যক্তি। তারপর বাকিরাও কেক খেতে থাকেন। যে দু'জনের জন্মদিন, তাঁদেরও একে অপরকে কেক খাইয়ে দিতে দেখা যায়। সেইসময় হাত দেখিয়ে ধোনি কিছু একটা বলছিলেন।
পরবর্তী আরও একটি পোস্টে দুই ‘বার্থডে বয়’-র সঙ্গে ধোনির ছবি পোস্ট করেন সুমিত। জিমের বাকি সদস্যদের সঙ্গেও একটি গ্রুপ ছবি পোস্ট করা হয়। যে জিমটা ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে অবস্থিত। সেখানেই জিম করেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক তথা ভারতের প্রাক্তন অধিনায়ক।
আরও পড়ুন: ধোনি আমার 'ক্লোজ ফ্রেন্ড' নয়, স্পষ্ট বললেন যুবরাজ, বাবাও করেছিলেন বিস্ফোরক অভিযোগ