গোটা ভারত মেতেছে দিওয়ালি আর কালী পুজোর উৎসবে। আলোর উৎসবে সামিল উত্তর থেকে দক্ষিণ ভারত। কলকাতা থেকে রাঁচি সব জায়গাতেই ফাটছে আতসবাজি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবছরই রামমন্দিরে কালিপুজো অনুষ্ঠিত হচ্ছে সাড়ম্বরেই। এরই মধ্যে বিভিন্ন ক্রীড়াবিদরাও আলোর উৎসবে সামিল হয়ে সমর্থকদের দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। এবার দিওয়ালিতে মালতেন মহেন্দ্র সিং ধোনিও।
ধোনিকে নিয়ে উঠেছিল প্রশ্ন-
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চলতি বছরের শুরুতে যখন রামমন্দির উদ্বোধন হয়েছিল তখন সেখানে যাননি। এরপরই তাঁকে নিয়ে এক স্তরের মানুষ সমালোচনা করেছিলেন। নিজেকে রাজনীতি থেকে সেই সময় ধোনি সরিয়ে রাখতে চেষ্টা করলেও অনেকে তাঁর হিন্দুত্ব নিয়েই প্রশ্ন তুলেছিলেন। এবার তাঁদেরই জবাব দিলেন মাহি।
আরও পড়ুন-কিং নন, ‘কিং মেকার’ রোহিত! তাঁর এই স্বার্থত্যাগে অটুট মুম্বই ইন্ডিয়ান্সের দূর্গ…
পরিবারের সঙ্গে দিওয়ালি কাটালেন মাহি-
নিজের পরিবারের সঙ্গেই বাড়িতে পুজো অনুষ্ঠিত করলেন মহেন্দ্র সিং ধোনি। সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে সেই ছবি। সেখানে দেখা যাচ্ছে বাড়িতে যজ্ঞ চলছে, আর সেখানেই সস্ত্রীক উপস্থিত রয়েছেন ধোনি। এরপর ঈশ্বরকে প্রনাম করলেন ধোনি এবং সাক্ষী, নিলেন আশীর্বাদও। ৪৩ বছর বয়সী ধোনির এই ধার্মিক রূপ দেখে তাঁর ভক্তরাও বেশ উচ্ছসিত এবং সেই ভিডিয়ো শেয়ার করছেন।
আরও পড়ুন-‘সিরাজকে দিয়ে চলবে না, ডুপ্লেসিস বুড়ো’… রিটেনশন নিয়ে এবার মুখ খুললেন RCB কোচ…
আইপিএলে আগামী মরশুমেও খেলবেন ধোনি-
প্রসঙ্গত বৃহস্পতিবারই ছিল আইপিএলের রিটেনশন। তাঁর আগে পর্যন্ত আগামী আইপিএলে খেলা নিয়ে মহেন্দ্র সিং ধোনি কিছুই খোলসা করে বলেননি। জানিয়ে ছিলেন যে অক্টোবর মাসের শেষেই সিদ্ধান্ত নেবেন। আর চেন্নাই সুপার কিংসের তরফে রিটেনশন লিস্ট প্রকাশ্যে আসতেই দেখা গেল, মহেন্দ্র সিং ধোনিকে আগামী মরশুমের জন্য আনক্যাপড ক্রিকেটার হিসেবেই রিটেন করা হয়েছে দলের তরফে।
আরও পড়ুন-খারাপ ভাগ্য না দায়সারা ক্রিকেট! বিরাটের রান আউট নিয়ে উঠল প্রশ্ন! আবার বিপদে ভারত…ভিডিয়ো
গত আইপিএল ভালো যায়নি ধোনির-
প্রসঙ্গত ধোনির চলতি বছরটা খুব একটা ভালো যায়নি চোটের কারণে। তিনি পরপর চোটে ভুগছিলেন। গত বছর পায়ে অস্ত্রোপচারের পর চলতি বছরে তাঁর ফিটনেস চূড়ান্ত পর্যায় ছিল না। কখনও আইএসপ্যাক আবার কখনও পায়ে বরফ লাগিয়ে খেলতে দেখা গেছিল ধোনিকে। আগামী আইপিএলে মাহি ফিরুন স্বমহিমায়। তাঁর কেরিয়ারের পড়ন্ত লগ্নে আরও কিছু মাহিসুলভ শট দেখার অপেক্ষায় তাঁর সমর্থকরা।