চেন্নাই সুপার কিংস এবং ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখন ছুটি কাটাচ্ছেন বিদেশে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেরকম ছবি। যেখানে দেখা যাচ্ছে মিশিগানে বন্ধুদের সঙ্গে আমেরিকান ফুটবল ম্যাচ দেখছেন তিনি। সমাপ্ত হয়েছে আইপিএল ২০২৪, প্লে অফের কাছাকাছি গিয়েও শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। আগামী মরশুমে ফের ধোনিকে খেলতে দেখা যাবে বলে অনুমান করছে তাঁর ভক্তরা। যদিও ধোনির তরফ থেকে এসব বিষয় নিয়ে এখনও কিছু জানানো হয়নি।
ক্রিকেট মাঠ ছেড়ে এবার ফুটবল মাঠে দেখা গেল মাহিকে। একটা সময় নিজেও গোলরক্ষক ছিলেন। পরবর্তীতে গ্লাভস বদলে উইকেটরক্ষক হয়ে ওঠেন। সম্প্রতি তাঁকে আমেরিকায় কিছু নিকট বন্ধুদের সঙ্গে আমেরিকান ফুটবলের মজা নিতে দেখা যায়, স্টেডিয়ামে বসে উপভোগ করছেন লাইভ ম্যাচ। মহেন্দ্র সিং ধোনির বন্ধু হিতেশ সাংভি ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো শেয়ার করেন। মাহিকে পুরোপুরি আলাদা রূপে দেখা যাচ্ছে সেখানে। নিজের বন্ধুদের সঙ্গে সুন্দর মুহূর্ত উপভোগ করছেন তিনি। বিমানের ভেতরে বসেও একাধিক ছবি তুলেছেন ধোনি।
২০২৫ আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে কী খেলতে দেখা যাবে ? সেই নিয়ে চলছে নানা জল্পনা। এক রিপোর্টে জানা যাচ্ছে, বিসিসিআই অবসরপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রিকেটারদের একটা ক্যাটাগরি আনতে চলেছে এবছর আইপিএল অকশনে। সেই ক্যাটাগরিতে দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে। এই নিয়ম নিয়ে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে। অনেকে মনে করছেন, এর ফলে ধোনিকে চেন্নাই সুপার কিংস নিজেদের দলে ধরে রাখার ক্ষেত্রে বাড়তি সুবিধা পেয়ে থাকবে। যদিও ধোনি আইপিএলের নয়া নিয়ম পর্যালোচনার পর নিজের সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে খবর। এর আগে অগস্ট মাসে হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, ‘এখনও অনেক সময় আছে। আগে দেখা যাক আইপিলে রিটেনশন সংক্রান্ত নতুন কী নিয়ম আসে, তারপর সিদ্ধান্ত নেব। সব কিছু আমাদের হাতে নেই। দলের জন্য যেটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে সেটাই নেওয়া হবে’। বর্তমানে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো অপেক্ষায় আছে কবে বোর্ডের তরফ থেকে নতুন নিয়ম ঘোষণা করা হবে। প্রথমে চলতি মাসের শেষে নিয়ম ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। আগে ২৯ সেপ্টেম্বর বোর্ডের সাধারণ সভা অনুষ্ঠিত হবে, তারপর নভেম্বরের মাঝামাঝি বা শেষে আইপিএলের নতুন নিয়ম ঘোষণা হতে পারে।