আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ২৩ ফেব্রাুয়ারি। অর্থাৎ আর ১৪ দিনও বাকি নেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেই মেগা ম্যাচের। হাইভোল্টেজ ম্যাচের আগে ক্রিকেটাররা নিজেরা চাপের মধ্যে না থাকার চেষ্টা করলেও ক্রিকেটভক্তরা কিন্তু উত্তেজনায় ফুটছে। আর যে পরিমাণ হাইপ তৈরি হচ্ছে এই ম্যাচকে ঘিরে, চাপ কিন্তু রোহিতদের ওপরই বাড়বেই।
ভারত-পাক ম্যাচকে কেন্দ্র করে মজাদার ভিডিয়ো-
প্রত্যেকবারই আইসিসি ইভেন্টের আগে, বিশেষ করে ৫০ ওভারের ইভেন্টের আগে সম্প্রচারকারী সংস্থার তরফ থেকে ফ্যানদের নিয়ে মজাদার ভিডিয়ো বানানো হয়। তার মধ্যে মুল স্লোগানই থাকে মওকা মওকা। সেই ভিডিয়ো প্রতিবারই আইসিসির ইভেন্টের আগে ভাইরাল করে ভারতীয়রা, কারণ টিম ইন্ডিয়া বিশ্বকাপের মঞ্চে এখনও অপরাজিত পাকিস্তানের বিরুদ্ধে ওডিআইতে।
আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
এবার মহেন্দ্র সিং ধোনি রয়েছেন ভিডিয়োতে-
এবার আরও বড় আকাড়ে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভিডিয়ো নিয়ে এল সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস-ডিজনি গ্রুপ। তাঁদের মজাদার সেই ভিডিয়োতে দেখা গেল স্বয়ং বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় প্রকাশ হতে হতেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে।
ভাইরাল ভিডিয়োয় ধোনির সুরে স্লোগান সকলের
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রথমে সকলে যোগা স্টুডিয়োতে ট্রেনিং নিচ্ছে। এরপরই আসতে আসতে সেখানে ক্রিকেটের উত্তাপ প্রবেশ করে যা শেষ হয় স্লোগান, চিয়ার আপের আওয়াজে। ভারত-পাকিস্তান ম্যাচকে নিয়ে মজাদার লাইন বলতে থাকেন মহেন্দ্র সিং ধোনি, যেমন ‘মাচিস কি তিল্লি, শামি উড়াও বাবর কি গিল্লি’, ‘আসমান মে ছায়েগা, কোহলি রাউফ কে ছাক্কে উড়ায়গা’।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
ভারত-পাক ম্যাচের উত্তেজনা নিয়ে ধোনি-
ভারত বনাম পাকিস্তানের ম্যাচের উত্তাপ এবং প্রোমো নিয়ে ধোনি বলেন, ‘ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে ক্রিকেটের সব থেকে বড় যুদ্ধ। এই প্রোমো শ্যুট করতে খুবই ভালো লেগেছে, কারণ আমরা যেভাবে এই শ্যুটের জন্য তৈরি হয়েছি, ক্রিকেট ফ্যানরাও এই ম্যাচের আগে এভাবেই তৈরি হয় সমস্ত আবেগ, স্লোগানের ডালি নিয়ে ’।
এই দ্বৈরথ নিয়ে ধোনি আরও বলছিলেন, ‘আমাকেও আমার নিজের স্বভাব থেকে বেরিয়ে আসতে হয়েছিল, কারণ যখন উত্তেজনা এতটা থাকে ম্যাচকে নিয়ে, তখন আর কুল থাকা যায় না। ভারত পাকিস্তানের এই ম্যাচ স্পেশাল হতে চলেছে, আর সেই ম্যাচে দর্শকরা যে প্রানবন্তভাব যোগ করবে, তা দেখার জন্যই আমি মুখিয়ে রয়েছি ’।