এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রতিযোগিতা। ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করা হয়েগেছে দলগুলির। ভারতের প্রথম ম্যাচ রয়েছে ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও, ভারত সে দেশে সফরে যাবে না। তাদের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। যেহেতু প্রতিযোগিতা শুরু হওয়ার দিন এগিয়ে আসছে সেই কারণে একটি প্রোমো প্রকাশ করা হয়েছে ব্রডকাস্টার স্টার স্পোর্টসের তরফে। সেখানেই এক অন্য অবতারে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। গায়ে বরফ চাপিয়ে বসে আছেন তিনি। ভিডিয়োতে বেশ হাস্যকর ভাবে উপস্থাপনা করা হয়েছে মাহিকে।
প্রোমোয় ধোনির ‘ক্যাপ্টেন কুল’ তকমাকে প্রাধান্য দেওয়া হয়েছে। শুরুতেই দেখা যাচ্ছে বরফের মধ্যে হাত-পা চাপা দিয়ে বসে আছেন মাহি। তিনি বলছেন, ‘যখন ক্যাপ্টেন ছিলাম তখন কুল থাকা সহজ ছিল। কিন্তু ফ্যান হিসাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা মোটেও নয়। আমাদের দল যতই শক্তিশালী হোক, একটাও ম্যাচ হারলে ধরে নিও প্রতিযোগিতা থেকে বাইরে।’ এরপরেই দেখা যায় ধোনির দুই পাশ দিয়ে দু’জন লোক এসে তাঁর উপর পাইপ দিয়ে বরফ ছড়িয়ে দিচ্ছে। তারপর ধোনি আরও বলেন, ‘টেনশনে শরীরের তাপমাত্রা এতো বেড়ে গিয়েছে..’ তারপর তিনি হাত দিয়ে ক্রিকেটের DRS নেওয়ার ইশারা করেন। এরপর পেছন থেকে একটি গাড়ি এসে উপস্থিত হয়। যার গায়ে লেখা রয়েছে - ‘DRS- ধোনি রেফ্রিজারেশন সিস্টেম।’ তারপর সেই গাড়ি থেকে ধোনির মাথায় প্রচুর বরফ ঢেলে দেওয়া হয়।
ভিডিয়োটি দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। অনেকেই কমেন্টে লিখেছেন- এটাই হল ধোনির ব্র্যান্ড ভ্যালু। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও নিয়মিত খেলা দেখেন মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই ভারতের ২০২৪ টি-২০ বিশ্বকাপ জয়ের কথা স্মরণ করতে গিয়ে সেই কথা তুলে ধরেন। তিনি জানিয়েছিলেন যে প্রত্যেক ভারতীয়র মতো তিনিও অধীর আগ্রহে বসে ছিলেন টেলিভিশনের সামনে। তাঁর বন্ধুরা এসেছিলেন খেলা দেখতে। একটা সময় ভারত হেরে যাবে ধরে নিয়ে উঠে পড়েছিলেন তাঁরা। কিন্তু ধৈর্য ধরে বসে ছিলেন মাহি। উল্লেখ্য, ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আগেই। ২০১৪ সালে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। ২০১৯-এ বিদায় জানান টি-২০ এবং ওডিআইকে।