২০২৪ আইপিএল অভিযান খুব একটা ভালোভাবে শেষ হয়নি চেন্নাই সুপার কিংসের। আইপিএলে তাঁদের প্রাণভোমরা মহেন্দ্র সিং ধোনিও এবারের আইপিএলে তেমন নজর কাড়তে পারেননি। মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ওভারে হার্দিক পান্ডিয়াকে পরপর ছয় মারা ছাড়া মাহির ব্যাট থেকে তেমন উল্লেখযোগ্য কোনও পারফরমেন্স আসেনি। পিঠে বেল্ট লাগিয়ে খেলতে দেখা গেছিল মাহিকে। ম্যাচের পর তাঁকে পায়ে আইসপ্যাক লাগিয়েও দেখতে পাওয়া গেছে, এরই মধ্যে শুরু হয়েছিল তাঁর অবসর নিয়ে জল্পনা। যদিও সিএসকের তরফে তাঁদের সিইও কাশী বিশ্বনাথন জানিয়ে দেন, এমএস ধোনি ভবিষ্যৎ নিয়ে এখনও তাঁদের কিছুই জানাননি। সময় নিয়েই নিজের সিদ্ধান্তের কথা জানাবেন তিনি। এরই মধ্যে ধোনির যাওয়ার কথা রয়েছে লণ্ডনে, পেশীর চিকিৎসার জন্য। তাঁর আগেই এবার নতুন লুকে ধরা দিলেন এমএসডি।
আরও পড়ুন-বুড়ো ব্র্যাড হজ, জর্জ বেইলিরা ওয়ার্ম আপ ম্যাচে নামাবেন ! ভয়ঙ্কর বিড়ম্বনা অজিদের
আইপিএলের খারাপ পারফরমেন্স ভুল এখন সামনের দিকেই তাকাতে চাইছেন মহেন্দ্র সিং ধোনি। নতুন অধিনায়ক রুতুরাজ গায়েকওয়াড় এখনও সিএসকেতে সেভাবে নজর কাড়েননি। ব্যাটার হিসেবে রুতু ভালো পারফরমেন্স করলেও অধিনায়ক হিসেবে তেমন নজর কাড়েননি। আগামী মরশুমে ধোনিকে পাশে পাবেন কিনা, তা এখনও চূড়ান্ত নয়। যদিও এমএসডি কিন্তু এবারের আইপিএলের খারাপ অধ্যায় ভুলে সামনের দিকেই তাকাচ্ছেন। আইপিএল শেষ হতেই মুম্বইয়ের বান্দ্রাতে বিখ্যাত হেয়ার স্টাইলিস্টের কাছে গেলেন মাহি।
আরও পড়ুন-IPL 2024-বিরাটকে খেলার মান কমাতে হবে, রায়াডুর অদ্ভূত যুক্তিতে হতবাক পিটারসেনরা
নিজের ইনস্টাগ্রামে মহেন্দ্র সিং ধোনির নতুন হেয়ারকাটের ছবি পোস্ট করেছেন, বলিউডের বিভিন্ন তারকার সঙ্গে কাজ করা আলিম হাকিম। মাহির ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমায় অবাক করে দিয়েই আমাদের স্যালনে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনি, এটা আমাদের কাছে বড় সারপ্রাইজ ছিল। এমন কিংবদন্তীকে পাওয়া আমাদের কাছে বিশাল আনন্দের ব্যাপারে। চুল কাটার সময় কিছু পুরোনো দিনের অসাধারণ গান চালান তিনি, যার ফলে দিনটা আরও সুন্দর হয়ে ওঠে। কিছু মূহূর্ত থাকে সারাজীবন মনে রাখার মতো, তেমনই একটা দিলেন তিনি। অনেক ধন্যবাদ মাহি স্যার ’ ।
আরও পড়ুন-ফটোশপ নয়, ফটোয় অশ্বিনের থাকাটাই বড় কথা, অদ্ভূত পোস্ট রাজস্থান রয়্যালসের
আলিম হাকিমের দেওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে ব্রাউন রঙের একটি টিশার্ট রয়েছে মাহির গায়ে। বরাবরের মতো, নিজের চেনা বড় চুলই ধরে রেখেছেন এমএসডি। সানগ্লাস চোখে দিয়েছেন সুন্দর একটা পোজও। সেই ছবি সোশাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গেই মাহিভক্তরা বেশ খুশি। প্রিয় তারকা আইপিএলের হার এবং শারীরিক অসুস্থতা কিছুটা কাটিয়ে উঠেছেন বলে আশায় সিএসকে এবং মাহিভক্তরা।