বয়স মাত্র ১৭ বছর। সিনিয়র পর্যায়ে জাতীয় স্তরে খুব বেশি ক্রিকেট খেলেননি। তবে রত্ন চিনতে ভুল করে না জহুরীর চোখ। তাই মহেন্দ্র সিং ধোনির নজরে পড়েছেন মুম্বইয়ের টিন-এজার। আইপিএল ২০২৫-এর জন্য টপ অর্ডার এই ব্যাটার চেন্নাই সুপার কিংসের পরিকল্পনায় রয়েছেন। তাই নিলামের আগেই একঝলক দেখে নিতে মুম্বইয়ের আয়ুষ মাত্রেকে ট্রায়ালে ডাকল সিএসকে।
কে এই আয়ুষ মাত্রে
মুম্বইয়ের ১৭ বছর বয়সী আয়ুষের সিনিয়র ক্রিকেটে হাতেখড়ি হয় গত ইরানি কাপে। অবশিষ্ট ভারতের বিরুদ্ধে পৃথ্বী শ-র সঙ্গে মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন আয়ুষ। প্রথম ইনিংসে ৩৫ বলে ১৯ রান করেন তিনি। মারেন ৩টি চার। দ্বিতীয় ইনিংসে ১৮ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন আয়ুষ। মারেন ২টি চার।
ইরানিতে বিশেষ নজর কাড়তে না পারলেও মুম্বই টিম ম্যানেজমেন্ট আস্থা হারায়নি সম্ভাবনাময় আয়ুষের উপর থেকে। তাঁকে জায়গা করে দেওয়া হয় রঞ্জি ট্রফির স্কোয়াডে। বরোদার বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসেই ৫২ রান করেন আয়ুষ। মহারাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ১৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি।
এখনও পর্যন্ত মুম্বইয়ের হয়ে মোট ৫টি ফার্স্ট ক্লাস ম্যাচে মাঠে নেমেছেন আয়ুষ মাত্রে। ৩৫.৬৬ গড়ে সংগ্রহ করেছেন ৩২১ রান। সেঞ্চুরি করেছেন ১টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ১টি।
ধোনির নজরে পড়েছেন আয়ুষ
সিনিয়র ক্রিকেটে আবির্ভাবেই আয়ুষের পারফর্ম্যান্স মহেন্দ্র সিং ধোনিকে আপ্লুত করেছে বলে খবর। চেন্নাই সুপার কিংস তাই আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আগে ট্রায়ালে ডেকেছে তাঁকে। এবছর ১৬ নভেম্বরের পরে রঞ্জি ট্রফি সাময়িকভাবে স্থগিত থাকবে। মাঝে অনুষ্ঠিত হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি।
২৩ নভেম্বর থেকে শুরু হবে জাতীয় টি-২০ টুর্নামেন্ট। সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য মুম্বইয়ের সম্ভাব্য স্কোয়াডে সুযোগ পেতে পারেন আয়ুষ মাত্রে। তবে চেন্নাই সুপার কিংস চাইছে ১৬ থেকে ২২ নভেম্বরের মধ্যে ৬ দিনের যে অবসর রয়েছে, তাতেই এক ঝলক দেখে নিতে আয়ুষকে।
চেন্নাই সুপার কিংসের সিইও কাসি বিশ্বনাথ এই মর্মে মুম্বই ক্রিকেট সংস্থাকে ই-মেল পাঠিয়েছেন বলেও খবর। এমসিএ যাতে ৬ দিনের এই বিরতিতে আয়ুষকে চেন্নাইয়ের ট্রায়ালে যাওয়ার অনুমতি দেয়, সেই অনুরোধই করা হয়েছে সুপার কিংসের তরফে। উল্লেখযোগ্য বিষয় হল, মুম্বই ইন্ডিয়ান্সেরও নিশ্চিতভাবেই চোখ থাকবে ঘরোয়া ক্রিকেটারের দিকে। সুতরাং, আয়ুষকে নিয়ে আইপিএল নিলামে দু'দলের মধ্যে টানাটানি চলতে পারে।