আইপিএল ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্স করলেন ধোনি, এর ফলে জয় পেল চেন্নাই সুপার কিংস। পাঁচ বছর পর ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন মাহি। তবে এরপরে তিনি খুশি নন। এর কারণ যেটা তিনি বললেন সেটা সত্যি ধোনিই বলেই সম্ভব!
আইপিএল ২০২৫-এ টানা হার ভাঙলো চেন্নাই সুপার কিংস (CSK)। সোমবার পাঁচবারের চ্যাম্পিয়নরা লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় পেয়ে এবারের টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করল। শেষ ওভারে দলের জয় নিশ্চিত করেন মহেন্দ্র সিং ধোনি। মাত্র ১১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মাহি।
এই পারফরম্যান্সের জন্য ধোনিকে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়। আর এটি ছিল মাহির পাঁচ বছর পর আইপিএলে এই পুরস্কার। ২০১৯ সালের পর এই প্রথম তিনি এই স্বীকৃতি পেলেন। ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণীতে ধোনি খোলামেলা স্বীকার করেন যে পুরস্কারটি তার পরিবর্তে অন্য কেউও পেতে পারতেন।
আমায় কেন এই পুরস্কার দেওয়া হচ্ছে? ধোনির অবাক করা প্রশ্ন
ধোনির ব্যাটে CSK-র শেষ হাসি। শেষ ওভারে ম্যাচ জয়ের জন্য ধোনি ও শিবম দুবে গড়েন ৫৭ রানের অপরাজিত জুটি। শিবম দুবে ৩৭ বলে ৪৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ধোনির ব্যাটে ছিল আগ্রাসী মেজাজ, স্ট্রাইক রেট ২৩৬-এর বেশি। ম্যাচ শেষে ধোনি বলেন, ‘আজও আমি ভাবছিলাম, ওরা আমাকে কেন এই পুরস্কার দিচ্ছে? আমার মনে হয় নূর আহমাদ দারুণ বোলিং করেছে। নতুন বলে আমাদের বোলিং ও নূর এবং জাড্ডুর চার-পাঁচ ওভারের স্পেল—এই দুটি অংশ ছিল আমাদের জন্য টার্নিং পয়েন্ট।’
আরও পড়ুন … লখউ বনাম চেন্নাই ম্যাচের পরে অরেঞ্জ ক্যাপ ও বেগুনি টুপি কাদের দখলে? দেখুন তালিকা
দলগত পরিবর্তন ও তার ব্যাখ্যা দিলেন মাহি
এই ম্যাচে চেন্নাই সুপার কিংস দলে দু’টি পরিবর্তন করা হয়েছিল। ডেভন কনওয়ে ও রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে এসেছিলেন জেমি ওভারটন ও রশিদ। অশ্বিনকে বাইরে রাখার কারণ সম্পর্কে ধোনি বলেন, ‘আমরা অশ্বিনের ওপর অনেক চাপ দিয়ে ফেলছিলাম। এমন উইকেটে তাকে দুই ওভার বোলিং করতে হত, যেখানে বল তেমন কিছু করছিল না। ব্যাটসম্যানরা পুরো স্বাধীনভাবে খেলছিল। আমরা এমন বোলার চাইছিলাম যারা পাওয়ারপ্লেতে কার্যকর হবে।’
আরও পড়ুন … ৪০ বলে শতরান করেই পকেট থেকে কাগজ বের করলেন SRH-র অভিষেক শর্মা! কী লেখা ছিল তাতে?
ধোনি আরও বলেন, ‘যদি কোনও পেসার রান দিয়ে বসে, নূর আছে যার একটি ওভার ব্যবহার করা যেতে পারে। তাই আমি মনে করি এটা একটা ভালো বোলিং অ্যাটাক ক্যাপ্টেনের জন্য অনেক বেশি ম্যানুভার করার সুযোগ থাকে।’
এই জয়ের ফলে CSK শিবিরে স্বস্তি
ধোনি দলের জয়ে স্বস্তি প্রকাশ করে বলেন, ‘এই ধরনের টুর্নামেন্টে জয় খুব গুরুত্বপূর্ণ। আমাদের কিছু ম্যাচ ভালো যায়নি, নানা কারণে। তবে এই জয় আমাদের পুরো দলকে আত্মবিশ্বাস দেবে এবং উন্নতির সুযোগ এনে দেবে। ক্রিকেটে যখন কিছু আপনার পক্ষে যায় না, তখন ঈশ্বর সেটা আরও কঠিন করে তোলে। এই ম্যাচটা কঠিন ছিল, কিন্তু জয় পেয়ে ভালো লাগছে। আশা করি এটা আমাদের গতি দেবে।’
আরও পড়ুন … ISL 2025 and IPL 2025 Prize Money: কত টাকা পেল মোহনবাগান? দেখে নিন দুই লিগের পুরস্কার মূল্যের পার্থক্য
পয়েন্ট টেবিলে CSK ও ধোনিদের পরের ম্যাচ -
এই জয় সত্ত্বেও সিএসকে এখনও পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। আগামী ম্যাচে তারা মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে, ২০ এপ্রিল ২০২৫, ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
