আইপিএলের গ্রুপ পর্ব থেকেই এবার বিদায় নিয়েছে গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তারা তাদের গ্রুপ লিগের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ২৭ রানে হেরে পর আইপিএল থেকে ছিটকে যায়। আসলে ২১৮ রান তাড়া করতে নেমে, চেন্নাই যদি ম্যাচ না জিতেও ২০১ রান করতে পারত, তবেই আইপিএলের প্লে-অফে জায়গা করে নিত তারা। কিন্তু সেটাও হয়নি। আইপিএল থেকে সিএসকে ছিটকে যাওয়ার পর যন্ত্রণা নিয়েই মহেন্দ্র সিং ধোনি নিজের শহর রাঁচিতে ফিরে এসেছেন। আর নিজের শহরে বাইক নিয়ে ঘুরে বেড়িয়েই হয়তো নিজের যন্ত্রণা কমানোর চেষ্টা করছেন মাহি।
আরও পড়ুন: KKR আত্মবিশ্বাসী, কিন্তু আত্মতুষ্ট নয়- SRH-কে সতর্ক করলেন পাক কিংবদন্তি
বাইক নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেল ধোনিকে
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে ধোনিকে নিজের শহরের বুকে তাঁর ভিন্টেজ বাইক চালাতে দেখা গিয়েছে। তবে ভিডিয়োটি কখন তোলা হয়েছিল, সেটি HT.com স্বাধীন ভাবে যাচাই করতে পারেনি। এক্স হ্যান্ডলে যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে ক্যাপশনে লেখা, ‘রাঁচিতে এমএস ধোনি’।
ভিডিয়োটিতে দেখা গিয়েছে যে, এমএস ধোনি একটি সবুজ টি-শার্ট, কালো ট্রাউজার এবং জুতো পরে রয়েছেন। হেলমেট দিয়ে নিজের মুখ ধোনি ঢেকে রেখেছেন। বাইক নিয়ে তিনি একটি রাইড থেকে ফিরে এসে তাঁর বাড়িতে যখন প্রবেশ করছেন, তখন ভিডিয়োটি তোলা হয়েছে। ২০ মে ভিডিয়োটি শেয়ার করার পর থেকে, হুহু করে ভাইরাল হয়েছে।
হাঁটুর চোট সারাতে লন্ডন যাবেন ধোনি
চলতি আইপিএলেও হাঁটুর চোট ভুগিয়েছে ধোনিকে। কিন্তু তিনি কাউকে বুঝতে দেননি। দলের হয়ে আট নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলেছেন। শেষ ম্যাচেও তিনি বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৩ বলে ২৫ রান করে মাঠ ছেড়েছেন। তিনি সফল হলেও, দল হেরে বিদায় নিয়েছে। চেন্নাই বিদায় নিতেই আর সেই শহরে থাকেননি, চলে এসেছিলেন নিজের শহরে রাঁচিতে। হতাশ ছিলেন মাহি। তবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, লন্ডনে যাবেন হাঁটুর চিকিৎসা করাতে। সেরকম হলে তিনি অস্ত্রোপচারও করাতে পারেন নামী চিকিৎসক দীনেশ পারদিয়লার কাছে। যিনি ঋষভেরও সফল হাঁটু অস্ত্রোপচারে সুস্থ করে তুলেছেন।
আরও পড়ুন: কোন বিষয় চিন্তায় রাখছে নাইটদের?কোথায় এগিয়ে হায়দরাবাদ?কী হবে ২ দলের একাদশ? জানুন যাবতীয় খুঁটিনাটি
ধোনিকে এবার একবারই ম্যাচ শেষে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছিল। তারপর আর তাঁকে চোটগ্রস্ত মনে হয়নি। কিন্তু গত বারও দেখা গিয়েছিল আইপিএল শেষে তিনি হাঁটুর অস্ত্রোপচার করে মাঠে ফিরে এসেছিলেন। আবারও কি ফিরবেন? শোনা যাচ্ছে, হাঁটুর চোট কেমন থাকে, তার উপরই সবটা নির্ভর করছে।