শুভব্রত মুখার্জি:- মুম্বইয়ের জিয়ো ওয়ার্ল্ড সেন্টারে শুক্রবার হয়ে গেল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে। মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়েকে ঘিরে শেষ কয়েক মাস ধরেই যেন উৎসবের আবহ। প্রি-ওয়েডিং থেকে এই বিয়েকে ঘিরে যে উৎসাহ, উন্মাদনা তৈরি হয়েছে, তা চলছে। রিহানা থেকে জাস্টিন বিবার - কে পারফরম্যান্স করেননি তাদের বিয়ের অনুষ্ঠানে। বলিউড থেকে হলিউড প্রায় সমস্ত তারকারাই উপস্থিত ছিলেন আম্বানিদের বিয়েতে। এখানেই শেষ নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতী মানুষরা ও উপস্থিত হয়েছিলেন এই বিয়েতে। ক্রিকেটার থেকে ফুটবলার কে ছিলেন না! ছিলেন ক্রীড়াজগতের বিভিন্ন ক্ষেত্রের তারকারাও। উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। আর এখানেই দেখা গেল এক বিরল দৃশ্য। রীতিমতো গানের তালে-তালে কোমর দোলাতে দেখা গেল 'ক্যাপ্টেন কুল'কে।
নিজের পরিবারকে নিয়েই এই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এসেছিলেন স্ত্রী সাক্ষী এবং মেয়ে জিভাকে নিয়ে। পরে এসেছিলেন ক্রিম রঙের একটি শেরওয়ানি। সাক্ষী পরেছিলেন সবুজ রঙের সালোয়ার কামিজ এবং জিভা পরেছিলেন হলুদ রঙের একটি ড্রেস। এই বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে।
ভিডিয়োয় দেখা গিয়েছে, বলিউড এবং ক্রিকেটের বিভিন্ন তারকারা কীভাবে উপভোগ করছেন তাঁদের সময়। ওই ভিডিয়োতেই দেখা গিয়েছে, ধোনিকে তুমুল নাচ নাচতে। ধোনিকে দেখা গিয়েছে, তিনি কোনও বাঁধনে নিজেকে বেঁধে রাখেননি। একেবারে মুহূর্তকে উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে। প্রাণখুলে নেচেছেন প্রাক্তন তারকা।
তবে এখানেই শেষ নয়। আরও একটি ভিডিয়ো ওই অনুষ্ঠান থেকে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে ভক্তদের আদরের 'মাহি ভাই' প্রতিভাবান কিপার ব্যাটার ইশান কিষানের সঙ্গেও জমিয়ে নাচছেন। ঘটনাচক্রে ইশান কিষান এই মুহূর্তে খেলছেন মুম্বই ইন্ডিয়ান্স দলে। যে দল আবার আম্বানিদের মালিকানাধীন।
তবে শুধু ধোনি বা ইশান কিষান নন, উপস্থিত ছিলেন একাধিক ভারতীয় ক্রিকেট দলের তারকা। অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত হন জসপ্রীত বুমরাহ। ছিলেন সূর্যকুমার যাদব, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অজিঙ্কা রাহানে, যুজবেন্দ্র চাহাল, শ্রেয়স আইয়ার-সহ একাধিক তারকা।