BWM গাড়ি মানে এমনিই একটা রাজকীয় ব্যাপার। আর সেই গাড়িতে যদি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অটোগ্রাফ দেন, তাহলে তো সেই গাড়ির মর্যাদা আরও বেড়ে যায়। আর ঠিক সেটাই ঘটল এক ব্যক্তির সঙ্গে। তাঁর BWM-র ৭৪০আই সিরিজের গাড়িতে অটোগ্রাফ দিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের একাংশের বক্তব্য, এবার বিশ্বের সবথেকে দামি হয়ে গাড়ি উঠল। বিশ্বের কোনও গাড়ির দাম আর এই গাড়িটার থেকে বেশি হবে না বলে নেটিজেনদের একাংশের বক্তব্য।
সোশ্যাল মিডিয়ায় ধোনির অটোগ্রাফের যে ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে, সেটা ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্পোর্টস কমপ্লেক্সে তোলা হয়েছে। যে ব্যক্তির অডি গাড়িতে ধোনি সই করেছেন, তাঁকে আগে থেকেই চিনতেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে কালো হুডি পরে ওই গাড়িতে উঠছেন তিনি। ওঠার সময় হাসিমুখে বলছেন যে ‘খুঁজে-খুঁজে এই জায়গাটা পেয়েছিস!’ তারপর গাড়িতে উঠে যান।
গাড়িতে ওঠার পরে ওই ব্যক্তি জানতে চান যে কোন পেনে সই করবেন ধোনি। তা শুনে ধোনি বলেন যে ‘(আগে বল যে) কোথায় অটোগ্রাফ করব?’ তখন ওই ব্যক্তিকে একটা জায়গা দেখান ধোনিকে। সেটা দেখে কিছু একটা ভাবতে থাকেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তারপর ওই ব্যক্তির থেকে পেন চান। পেন নিয়ে জানতে চান যে ওটা কালো পেন কিনা। তারপর নিজের হাতে লিখে পেনের কালি দেখে নেন।
পেনের কালি পরীক্ষা করে নিয়ে ঘুরে যান ধোনি। তখন বলতে থাকেন যে ‘এখন সবথেকে বড় সমস্যা হল যে কীভাবে আমি (অটোগ্রাফ) করব? কীভাবে সেট হব?’ তারপর ঠিক কীভাবে অটোগ্রাফ করবেন, সেটাও জানতে চান। সেইমতো সই করে দেন। সই করার পরে গাড়ি থেকে বেরিয়ে আসেন ধোনি। সেইসময় ওই ব্যক্তিকে অভিনন্দন জানান। এরপর তাঁর দেরি হয়ে যাবে বলেও ধোনিকে ভিডিয়োয় বলতে শোনা যায়।
ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন বলেন, ‘ভাই (যে ব্যক্তির গাড়িতে অটোগ্রাফ দিয়েছেন ধোনি), তুমি কীভাবে এতটা ভাগ্যবান হয়ে গেলে।’ অপর এক নেটিজন আবার বলেন, ‘এবার গাড়িটার দাম আরও বেড়ে গেল।’ তাঁকে ছাপিয়ে গিয়ে এক নেটিজেন বলেন, ‘এখন বিশ্বের সবথেকে দামি গাড়ি হয়ে গেল এটা।’
আরও পড়ুন: Eden Gardens: ধোনিকে বিদায়! ২০০৭ বিশ্বকাপের ছবি সরিয়ে ইডেনের বাইরে বিরাটের সেঞ্চুরির ছবি