আইপিএলের এবারের মতো শেষ ম্যাচ খেলে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। এবারের আইপিএলে তাঁকে নিয়ে অনেক জল্পনাই হয়েছে, তিনি আদৌ পরের বার খেলতে পারবেন কিনা। কারণ তাঁর শারীরিক অবস্থা মোটেই আগের মতো ফিট নয়। একটি ম্যাচে ৯ নম্বরে খেলতে নামায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন সেই সিদ্ধান্ত নিয়ে। ১৪ ম্যাচে করেছেন ১৬১ রান, নিয়েছেন ১০টি ক্যাচ। যদিও দল তাঁর পাশেই দাড়িয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে তিনি আউট হতেই খেলা ঘুরে যায়। ২৭ রানে ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায় নেয় মহেন্দ্র সিং ধোনির দল। এই মূহূর্তে যা পরিস্থিতি আদৌ কি তাঁর পক্ষে পরের আইপিএল খেলা সম্ভব হবে? স্টিফেন ফ্লেমিং যেখানে বলেছিলেন ধোনিকে বেশি চাপ দিতে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন, সেখানে এই পারফরমেন্সে তাঁর কি পরের বছর খেলা সম্ভব, HT বাংলার তরফ থেকে এই নিয়েই প্রশ্ন করা হয় তাঁর ছোটবেলার কোচ কেশব ব্যানার্জিকে। সেখানে তিনি দিলেন মাহির পরের আইপিএল খেলার টোটকা।
আরও পড়ুন-আইপিএলে ডাহা ফেল হার্দিকরা, রোহিতদের সঙ্গে পর্যালোচনায় বসবে মুম্বই ম্যানেজমেন্ট!
HT বাংলার তরফ থেকে প্রশ্ন করা হয়-
এবারের আইপিএলে কেমন দেখলেন ধোনিকে?
কেশব ব্যানার্জি-ওর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। ওর দৌড় বা উইকেট কিপিং দেখতে পাচ্ছি, ইচ্ছা থাকলেও ও ঠিক ডাইভ দিতে পাচ্ছে না। কিছু ফিল্ডিং আমরা দেখেছি, ডাইভ দিলে ক্যাপ নিতে পারত, কিন্তু সেটা সম্ভব হয়নি। শরীর পার্মিট করছেনা। ও নিজের সিদ্ধান্ত নিজেই নেয়, তবে সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবে।
পরের আইপিএলে কী খেলতে পারবেন মহেন্দ্র সিং ধোনি?
কেশব ব্যানার্জি-আইপিএল যদি ইমপ্যাক্ট প্লেয়ার রাখে তাহলে আমরা ধোনিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখতে পারি, সেক্ষেত্রে ওর ওপর ওয়ার্কলোড কম পড়বে। একটা ৪২ বছরের ছেলের পক্ষে পুরো ম্যাচ খেলতে গেলে একটু টাফ হতে পারে, কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটা থাকলে আমরা ওকে ওইভাবে দেখতে পারি, তবে শুনছি তো নাকি এই নিয়ম উঠে যেতে পারে।
আরও পড়ুন-ISL:জল্পনার অবসান, কেরল ছাড়লেন দিয়ামানতাকোস! আসছেন কলকাতায়?
ওর জীবনে টার্নিং পয়েন্ট কোনটা?
কেশব ব্যানার্জি-শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রানের ইনিংসটাই ওর জীবনের টার্নিং পয়েন্ট বলা যায়। সেই ম্যাচে রান না পেলে ওকে আদৌ সুযোগ দেওয়া হত কিনা জানিনা, হয়ত দেওয়া হত। কিন্তু ওরকম একটা ইনিংস খেলার পর জাতীয় দলে নিজের জায়গা পাকা করে নিয়েছিল ধোনি, তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ওটাই ওর টার্নিং পয়েন্ট আমার মতে।
প্রথম যখন এসেছিল, কী বলেছিল?
কেশব ব্যানার্জি- আমায় একটা কথা বলেছিল, আমি চান্স পাব তো? আমি বলেছিলাম তোমায় তো আগে দেখব, তারপর বলব। তুমি তো গোলকিপিং কর, দেখতে হবে পারবে নাকি। তখন ধোনি বলেছিল আমি ছোট বলেও পারব, সেই শুরু।
আরও পড়ুন-IPL-এ নজরকাড়া পারফরমেন্স, রিজার্ভ ক্রিকেটার হিসেবে অজিদের বিশ্বকাপ দলে ম্যাকগার্ক
ইতিমধ্যে চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ ম্যাচ খেলার পর নিজের রাজ্যে ছুটি কাটাতে ফিরে গেছেন এমএসডি। পরিবারের সঙ্গেই আপাতত সময় কাটাবেন আইসিসি প্রতিযোগিতায় ভারতের সবচেয়ে সফলতম অধিনায়ক। হয়ত কয়েক মাস অপেক্ষা করে নিজের শরীরের অবস্থা দেখেই কেরিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মহেন্দ্র সিং ধোনি।