শুভব্রত মুখার্জি: গত আইপিএলের শুরুর আগেই চমক দিয়েছিল চেন্নাই সুপার কিংস। ২০০৮ সালে ফ্র্যাঞ্চাইজির জন্মলগ্ন থেকে প্রায় ২০২৩ সাল পর্যন্ত টানা সিএসকে ফ্র্যাঞ্চাইজির হয়ে অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন মহেন্দ্র সিং ধোনি। মাঝে সিএসকে দুই বছর নিষিদ্ধ থাকার পাশাপাশি, এক বছর প্রথম দিকের কয়েকটি ম্যাচে রবীন্দ্র জাদেজা অধিনায়কত্ব করেছিলেন। তবে বাকি সময় পুরোটাই অধিনায়কত্ব সামলেছেন ধোনি।
২০২৪ সালে আইপিএল শুরুর আগেই সিএসকের অধিনায়কত্ব পাকাপাকি ভাবে ছেড়ে দেন ধোনি। দায়িত্ব নেন রুতুরাজ গায়রকোয়াড়। ডানহাতি এই ওপেনিং ব্যাটারের নেতৃত্বে গোটা মরশুমটা খেলে সিএসকে। অধিনায়ক ধোনির বদলি হিসেবে রুতুরাজকে পেয়ে গেলেও, কিপার ধোনির বদলি এখনও নিশ্চিত নয়। তবে এই ভূমিকাতে ও যে অদূর ভবিষ্যতে রুতুরাজকে দেখা যাবে না, তা বলা যায় না। চলতি মহারাষ্ট্র প্রিমিয়র লিগের ম্যাচে কিন্তু সেই রকম ইঙ্গিত পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন, সাদা-বলের অধিনায়কত্ব থেকেও ইস্তফা দিলেন কেন উইলিয়ামসন
মহারাষ্ট্র প্রিমিয়র লিগের ম্যাচে এই মুহূর্তে রুতুরাজ গায়রকোয়াড় খেলছেন পুনেরি বাপ্পার হয়ে। সেখানেই উইকেটরক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। কিপিং গ্লাভস হাতে বেশ ভালো পারফরম্যান্স করেছেন তিনি। বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভ করেছেন তিনি। তবে সব থেকে বেশি নজর কেড়েছে একটি ওয়াইড বলে ঝাঁপিয়ে পড়ে তাঁর অনবদ্য রান বাঁচানো। ১৭ জুন মহারাষ্ট্র প্রিমিয়র লিগের ম্যাচে পুনেরি বাপ্পা মুখোমুখি হয়েছিল ছত্রপতি সাম্ভাজি কিংসের। এই ম্যাচেই কিপার রুতুরাজের কিপিং নজর কেড়েছে বিশেষজ্ঞদের। তার পরেই অনেক সমর্থক বলতে শুরু করেছেন সিএসকে অধিনায়ক ধোনির বদলি হিসেবে যেমন পেয়েছে রুতুরাজকে, ঠিক তেমনই কিপার ধোনির বদলি হিসেবেও তারা পেতে চলেছে রুতুরাজকে।
প্রসঙ্গত আগামী মরশুমে আইপিএলে ধোনি খেলবেন কিনা তা নিশ্চিত নয়। সিএসক-এর আদরের 'থালা' বিষয়টি এখনও নিশ্চিত করেননি। তবে বিশেষজ্ঞদের আশা, আর একটি মরশুম অবশ্যই খেলবেন ধোনি। ধোনির হাঁটুর অবস্থা ভালো নয়। তাঁর হাঁটুতে অস্ত্রোপচারও করতে হয়েছে। এই হাঁটুর অবস্থা নিয়ে খুব বেশি হলে আর একটি মরশুম হয়তো খেলা চালাবেন ধোনি। ফলে সিএসকে-কে কিপার ধোনির বিকল্পও খুঁজতে হবে। আর সেই বিকল্প হয়ে ওঠার সমস্ত গুণ রুতুরাজের রয়েছে বলেই মনে করেন ধোনির ভক্তরা।
আরও পড়ুন: নেপাল অধিনায়কের সঙ্গে কথা ঝামেলার জের, সুপার আটে খেলতে নামার আগেই বড় শাস্তি পেলেন তানজিম
কিপিং গ্লাভস হাতে রুতুরাজের ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ইনিংসের প্রথম বলটি বোলার ওয়াইড করেন। সেই বলটি রুতু ঝাঁপিয়ে না ধরলে বলটি চার হয়ে যেতে পারত। আর রুতুর এই স্কিল দেখে মুগ্ধ ধোনি ভক্তরা। তাদের আদরের 'থালার' পরিবর্ত কিপার হিসেবেও রুতুকে দেখতে শুরু করেছেন অনেকেই।