আইপিএল ২০২৫-এ মহেন্দ্র সিং ধোনি খেলবেন কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। এখনও পর্যন্ত মাহি জানাননি তিনি থাকবেন কিনা পরের আইপিএলে। এবারের আইপিএলে নিজের চেনা ছন্দে দেখা যায়নি সিএসকে শিবিরের আসল নেতাকে। খাতায় কলমে আইপিএল শুরুর আগেই অধিনায়কের দায়িত্ব রুতুরাজ গায়েকওয়াড়ের হাতে তুলে দিয়েছিলেন মাহি। কারণটা আইপিএল শুরুর পর বোঝা গেছিল, হাঁটুর অস্ত্রোপচারের পর তিনি ফিট ছিলেন না। ব্যাটিংয়ের ক্ষেত্রেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ব্যথা নিয়েই ফিল্ডিংয়ের সময় উইকেটের পিছনে দাঁড়িয়ে ছিলেন। বেশ কয়েকটি ম্যাচেই দেখা গেছে পিঠে বেল্ট পড়ে, পায়ে আইসব্যাগ লাগিয়ে ফিল্ডিং করছেন। এবার অবশ্যই মহেন্দ্র সিং ধোনির যে ভিডিয়ো সামনে এল তাতে উচ্ছসিতই হবে তাঁর ভক্তরা।
আরও পড়ুন-ডুরান্ডের সেমিফাইনালে মোহনবাগান, টাইব্রেকারে ৬-৫ গোলে জয়
মহেন্দ্র সিং ধোনি আগামী আইপিএলে খেলবেন কিনা তা এখনও জানা না গেলেও তিনি যে এখন হাঁটুর চোট কাটিয়ে উঠেছেন তার প্রমাণ মিলল এক ভিডিয়োয়। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে ব্যাডমিন্টন খেলছেন মাহি, সপাটে শট মারলেন, যার উত্তর খুঁজে পেলেন না প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা। সেই ভিডিয়ো সামনে আসতেই সকলে মাহির আইপিএল ২০২৫-এ খেলার বিষয় অনুমান করা শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন-বিশ্বক্রিকেটে বিরল ঘটনা! শ্রীলঙ্কায় ৬দিন ধরে চলবে টেস্ট ম্যাচ!খেলবে নিউজিল্যান্ড…
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ডবলসে ব্যাডমিন্টন খেলছেন মাহি। সেখানেই লাফিয়ে তিনি একটি শট মারলেন, সজোরে গেল। কোনও উত্তরই ছিল না প্রতিপক্ষ দলের কাছে। আসলে ব্যাট হাতে যেমন রকেট গতিতে শট মারতেন, এক্ষেত্রে ব্যাডমিন্টনেও আলোক গতিতে গেল সেই শট। হাঁটুতে কোনওরকম কোনও বেল্ট বা স্ট্য়াপ লাগানো ছিল না তাঁর। এর আগে আইপিএলে খেলা নিয়ে ধোনিকে প্রশ্ন করা হলে, তিনি জানিয়েছিলেন ভবিষ্যৎেই উত্তর দেবেন আইপিএলের নিলামের নিয়ম দেখার পর।
আরও পড়ুন-শাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের অভিযোগ! ঢাকার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের…
৪৩ বছর বয়সী মাহি চেন্নাইকে দিয়েছেন পাঁচটি আইপিএল ট্রফি। ফলে তাঁর চোট কাটিয়ে ওঠার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আহ্লাদে আটখানা তাঁর সমর্থকরা। এদিকে সিএসকের সিইও কাশি বিশ্বনাথনও কদিন আগে জানিয়েছিলেন বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে আনক্যাপড প্লেয়ার রুল ফিরিয়ে আনা হবে। এক্ষেত্রে ধোনির জন্য তাঁরা বোর্ডের কাছে কোনও আলাদা করে আবেদন জানাননি। ফলে দুইয়ে দুইয়ে চার হতেই, আগামী আইপিএলে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে দেখার ব্যাপারে আশাবাদী ক্রিকেটভক্তরা।