মহম্মদ রিজওয়ানের ইংরেজি বলার ধরণ নিয়ে ব্র্য়াড হগের মস্করাকে মোটেও ভালো চোখে দেখছে না পাক ক্রিকেটমহল। রীতিমতো নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেই রেশ কাটার আগেই নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে আরও একটি সোশ্যাল মিডিয়ার ভিডিয়ো, যেখানে রোহিত শর্মাকে বিদ্রুপ করা হয় পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসের তরফে।
মুলতান সুলতানসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করা হয়, যেখানে পিএসএলের ম্যাসকটকে রোহিত শর্মার মিমিক্রি করতে দেখা যায়। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ককে যেভাবে কথা বলতে দেখা গিয়েছিল, পিএসএলের ট্রফি নিয়ে ম্যাসকটকেও ঠিক তেমনই অঙ্গভঙ্গি করতে দেখা যায় ভিডিয়োয়। উল্লেখযোগ্য বিষয় হল, রোহিত শর্মার কণ্ঠস্বর ব্যবহার করা হয় ভিডিয়োর সঙ্গে।
রোহিতের ভুলো মনের যথার্থ পরিচয় পাওয়া গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে সাংবাদিক সম্মেলনে। তিনি যে কোন ট্রফি জিতেছেন, সেই নামটাই তৎক্ষণাৎ মনে করতে পারেননি হিটম্যান। কতটা কষ্ট করতে হয় মিনি বিশ্বকাপ জিততে, সেকথাও রোহিত ইঙ্গিতেই জানিয়েছিলেন সাংবাদিক সম্মেলনে, শব্দে প্রকাশ করতে পারেননি।
এক্ষেত্রে মুলতান সুলতানসের শেয়ার করা ভিডিয়োয়, রোহিতের সেই দিকটিকেই ব্যঙ্গ করা হয় বলে ধারণা নেটিজেনদের। অবশ্য এক্ষেত্রে রোহিতকে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে বলেও মত অনেকের। স্বাভাবিকভাবেই পিএসএল ফ্র্যাঞ্চাইজির এমন কাজের নিন্দা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
এক নেটিজেন ভিডিয়োটির প্রতিক্রিয়ায় লেখেন যে, ব্র্যাড হগের সোশ্যাল মিডিয়া পোস্ট যেমন নিন্দনীয়, ঠিক তেমনই নিন্দনীয় আচরণ মুলতান সুলতানসের। চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক এক্ষেত্রে বডি শেমিংয়ের শিকার হয়েছেন। অনেকে আবার পিএসএল ফ্র্যাঞ্চাইজির উপরে বেজায় ক্ষাপ্পা ভিডিয়োয় রোহিতের কণ্ঠস্বর ব্যবহার করায়।
কমবেশি সকলেরই মত যে, এমন ভিডিয়ো মুলতান ফ্র্যাঞ্চাইজির অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় দেয়। ভারতীয় সমর্থকদের অনেকেই অবশ্য রীতিমতো গালিগালাজ শুরু করে পিএসএল ফ্র্যাঞ্চাইজিকে। অনেকেই রোহিতকে এক্ষেত্রে 'পাকিস্তানের বাপ' বলে তুলে ধরতেও কুণ্ঠা বোধ করেননি।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হেরেই পাকিস্তানের সেমিফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায়। টুর্নামেন্টের আয়োজক হওয়া সত্ত্বেও পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও ম্যাচ জিততে পারেনি। তারা ভারত ছাড়াও পরজিত হয় নিউজিল্যান্ডের কাছে। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের লিগ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। অন্যদিকে ভারত টুর্নামেন্টে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়।