সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত জয় মুম্বইয়ের। রঞ্জি ট্রফি থেকে শুরু করে ইরানি ট্রফি, সময়টা বেশ ভালো যাচ্ছে মুম্বইয়ের ক্রিকেটার আজিঙ্কা রাহানের। বেশ কিছুদিন পর শ্রেয়স আইয়ার থেকে শুরু করে পৃথ্বী শ, অনেকেই একসঙ্গে রান পেলেন। যা তাঁদের রাজ্য সংস্থাকেই শুধুমাত্র স্বস্তি দিল না, পাশাপাশি তাঁদের আইপিএল দলকেও বেশ অক্সিজেন দিল।
আরও পড়ুন- ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
অন্ধ্রের বিপক্ষে দুরন্ত জয়ের সৌজন্যেই মুম্বই দল সৈয়দ মুস্তাক আলি ট্রফির নক আউট রাউন্ডেও পৌঁছে গেল। কাজটা অবশ্য তাঁদের পক্ষ সহজ ছিল না। কারণ প্রথমে ব্যাট করতে এসে অন্ধ্র দল বিশাল ২৩০ রানের লক্ষ্যমাত্রা খাড়া করে দিয়েছিল শ্রেয়স আইয়ার, আজিঙ্কা রাহানেদের সামনে। হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামের মাঠও যথেষ্টই বড়, তবু মুম্বই শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়ল।
অন্ধ্রের ওপেনার কেএস ভরতকে এবারের আইপিএলে কেউ দলে নেয়নি। তিনিই যেন ব্যাটে জবাব দিলেন মুম্বইয়ের বিরুদ্ধে। ৫৩ বলে ৯৩ রানের ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। আরেক ওপেনার অশ্বিনি হেব্বারও ২৯ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। অধিনায়ক রিকি ভুই অসাধারণ ফর্ম এখানেও ধরে রাখেন। শেষদিকে করেন ৩১ বলে ৬৮ রান, বাকি মিডল অর্ডারের ব্যাটাররা একটু আধটু রান যোগ করতেই অন্ধ্র পৌঁছে যায় বিশাল ২২৯ রানে, চার উইকেটে।
আরও পড়ুন - তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
জবাবে ব্যাট করতে নেমে পাল্টা অন্ধ্রের বোলারদের ওপর আঘাত আনে মুম্বই ওপেনাররাও। পৃথ্বী শ অনেকদিন পর যেন চোখে লাগার মতো ইনিংস খেললেন। ১৫ বলে তিনি করলেন ৩৪ রান, মারলেন চারটে চার এবং ২টি ছয়। আরেক ওপেনার আজিঙ্কা রাহানে অল্পের জন্য মিস করলেন শতরান। করলেন ৫৪ বলে ৯৪ রান। ঝকঝকে ইনিংসে মারলেন ৯টি বাউন্ডারি এবং চারটি ওভারবাউন্ডারি। শ্রেয়স আইয়ার করলেন ১১ বলে ২৫ রান।
এরপরই শুরু আসল খেলা। মুম্বইকে ম্যাচ জেতালেন সুর্যংশ শেদগে এবং শিবম দুবে। শিবম অবশ্য ১৮ বলে ৩৪ রান করে আউট হয়ে গেছিলেন। এরপর সব লাইমলাইট কেড়ে নিলেন সূর্যংশ। শেষ ২ ওভারে বাকি ছিল ৩০ রান। সূর্যংশ একাই করলেন ৮ বলে ৩০ রান। মারলেন তিনটি ছয় এবং দুটি চার। সেই সুবাদেই তিন বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জিতে নকআউটে পৌঁছে গেল রাহানে-শ্রেয়সদের মুম্বই। ৬ ম্যাচে থেকে ২০ পয়েন্ট রয়েছে অন্ধ্র এবং মুম্বই দুই দলের দখলেই, দুই দলই পরের রাউন্ডে গেল। তবে নেট রান রেটে গ্রুপ টপার হল অন্ধ্র।
আজিঙ্কা রাহানেকে এবারের আইপিএলে নিলামে দলে নিয়েছে কেকেআর। অতীতে বহু দলের হয়েই ওপেনিং করতে দেখা গেছে রাহানেকে। আইপিএলের আগে বিশ ওভারের প্রতিযোগিতায় রাহানের এই ছন্দময় ব্যাটিংয়ে অবশ্যই শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি বেশ খুশিই হবেন, কারণ তাঁদের হাতে বিকল্প বাড়ল ওপেনারদের মধ্যে। এমনিতে গুরবাজ, ডি কক এবং সুনীল নারিন আছেনই। সঙ্গে ভারতীয় ওপেনারও যুক্ত হচ্ছেন।