ট্রফি জয়ের নিরিখে যুগ্মভাবে আইপিএলের সব থেকে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। কেননা তারা চেন্নাই সুপার কিংসের মতোই ৫ বার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের খেতাব ঘরে তোলে। যদিও ক্যাপ্টেন বদলের পরে গত মরশুমে লিগ টেবিলের একেবারে শেষে থেকে আইপিএল অভিযান শেষ করে মুম্বই। এবার সেই হার্দিকের নেতৃত্বেই ঘুরে দাঁড়ানোর লড়াই এমআইয়ের।
আপাতত নতুন আইপিএল মরশুম শুরুর আগে দেখে নেওয়া যাক মুম্বই ইন্ডিয়ান্সের সম্পূর্ণ স্কোয়াড ও ক্রীড়াসূচি। চোখ রাখা যাক মুম্বইয়ের সম্ভাব্য প্রথম একাদশেও।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্পূর্ণ স্কোয়াড
ব্যাটার: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা।
উইকেটকিপার-ব্যাটার: রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, শ্রীজিৎ কৃষ্ণন।
অল-রাউন্ডার: হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), বেভন জন জেকবস, করবিন বশ, মিচেল স্যান্টনার, নমন ধীর, রাজ বাওয়া, উইল জ্যাকস।
বোলার: অর্জুন তেন্ডুলকর, অশ্বনী কুমার, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ, করণ শর্মা, রিস টপলি, ট্রেন্ট বোল্ট, বেঙ্কট সত্যনারায়ণ, বিগনেশ পুথুর, মুজিব উর রহমান।
আরও পড়ুন:- IML 2025: ৫ ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরি, মাস্টার্স লিগে সচিনের পারফর্ম্যান্স কেমন?
মুম্বই ইন্ডিয়ান্সের সাপোর্ট স্টাফ
আইকন- সচিন তেন্ডুলকর, হেড কোচ- মাহেলা জয়াবর্ধনে, ব্যাটিং কোচ- কায়রন পোলার্ড, বোলিং কোচ- লসিথ মালিঙ্গা, বোলিং কোচ- পরশ মামব্রে, ফিল্ডিং কোচ- কার্ল হপকিনসন, ডিরেক্টর অফ ক্রিকেট- রাহুল সাঙ্গভি, চিফ ডেটা পারফর্ম্যান্স ম্যানেজার- ধনঞ্জয় সিকেএম, হেড অফ স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন- বেন ল্য়াঙ্গলি, স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ- পল চাপম্যান, ফিজিও- ক্রেগ গোভেন্দর, টিম ম্যানেজার- প্রশান্ত, সহকারী ব্যাটিং কোচ- জে অরুণ কুমার, ডেটা অ্যানালিস্ট- এল বরুণ, হেড ম্যাসাজ থেরাপিস্ট- অমিত শাহ, সহকারী স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ- প্রতীক কদম, সহকারী ফিজিও- অমিত দুবে, মোবিলিটি অ্যান্ড মুভমেন্ট ট্রেনার- সোহরাব খুশরুশাহি, সহকারী ম্যাসাজ থেরাপিস্ট- বিজয়, সহকারী ম্যাসাজ থেরাপিস্ট- ময়ূর, টিম নিউট্রিশনিস্ট- কিনিতা প্যাটেল।
আইপিএল ২০২৫-এর জন্য মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব, উইল জ্যাকস, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), করণ শর্মা, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার ও জসপ্রীত বুমরাহ।
আরও পড়ুন:- 6,6,6,6,6,6: কোচের কথায় ছয় বলে ৬ ছক্কা, LSG শিবিরে যুবরাজকে মনে করালেন বাদোনি- ভিডিয়ো
আইপিএল ২০২৫-এর জন্য মুম্বই ইন্ডিয়ান্সের সূচি
২৩ মার্চ: চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (চিপক, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২৯ মার্চ: গুজরাট টাইটানস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (আমদাবাদ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৩১ মার্চ: মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৪ এপ্রিল: লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (একানা স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৭ এপ্রিল: মুম্বই ইন্ডিয়ান্স বনাম আরসিবি (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১৩ এপ্রিল: দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (অরুণ জেটলি স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১৭ এপ্রিল: মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২০ এপ্রিল: মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২৩ এপ্রিল: সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স (উপ্পল, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২৭ এপ্রিল: মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টস (ওয়াংখেড়ে, দুপুর ৩টে ৩০ মিনিট)।
১ মে: রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (জয়পুর, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
৬ মে: মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটানস (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
১১ মে: পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ধরমশালা, দুপুর ৩টে ৩০ মিনিট)।
১৫ মে: মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।