আফগানিস্তানকে রহস্য স্পিনার তৈরির কারখানা বললে মোটেও ভুল বলা হয় না। রশিদ খান, মুজিব উর রহমান ও নূর আহমেদের পরে এবার আফগানিস্তান ক্রিকেটবিশ্বকে উপহার দেয় আল্লাহ গজনফরকে, যাঁকে নিয়ে গত আইপিএল নিলামে টানাটানি পড়ে যায়। ৬ ফুট ২ ইঞ্চি লম্বা এই তরুণকে শেষমেশ ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মেগা নিলাম থেকে জালে তোলে মুম্বই ইন্ডিয়ান্স।
শনিবার আবু ধাবি টি-১০ লিগে টিম আবুধাবির হয়ে মাঠে নেমে ১৮ বছর বয়সী এই ক্রিকেটার এখন ক্রিকেট বিশ্বের চর্চায়। একজন খেলোয়াড়ের টি-১০ লিগে প্রতিনিধিত্ব করার মধ্যে আশ্চর্যের কিছু নেই। আসলে একই সঙ্গে পাশাপাশি অনুষ্ঠিত ২টি টুর্নামেন্টে মাঠে নামছেন গজনফর। দেশের জার্সিতে এসিসি ইভেন্টে মাঠে নামার পরের দিনেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আঙিনায় দেখা যায় গজনফরকে। সংযুক্ত আরব আমিরশাহিতে চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানের হয়ে মাঠে নামার পরের দিনই আবু ধাবি টি-১০ লিগে লড়াই চালাতে দেখা যায় গজনফরকে।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচের কথা বলতে গেলে, শুক্রবার বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সব থেকে কৃপণ স্পিনার ছিলেন গজনফর। নিজের দশ ওভারের বোলিং কোটায় মাত্র ২৫ রান খরচ করেন তিনি। একটি মেডেন ওভারও নেন তিনি। পাশাপাশি একটি উইকেট তুলে নেন আফগান তারকা।
নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশকে ৯ উইকেটে ২২৮ রানে আটকে রাখে আফগানিস্তান। যদিও জয়ের টার্গেট নাগালের মধ্যে থাকলেও আফগানিস্তান রান তাড়া করতে ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত ৪৫ রানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে তারা।
শুক্রবার দেশের জার্সিতে যুব এশিয়া কাপ খেলার পরে শনিবার নর্দার্ন ওয়ারিয়র্সের বিপক্ষে আবু ধাবি টি-১০ লিগের ম্যাচে টিম আবুধাবির হয়ে খেলতে নামেন গজনফর। তিনি দুই ওভারে ১০ রান খরচ করে তুলে নেন ১টি উইকেট।
এর আগে সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে মুম্বই ইন্ডিয়ান্স ৪.৮০ কোটি টাকায় গজনফরকে দলে নেয়। গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শিবিরে ছিলেন তিনি। নিলামের সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কেকেআরও আফগান স্পিনারের প্রতি আগ্রহ দেখায়। তবে শেষ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স বাজিমাত করে নিলামে। গজনফরকে দলে নিয়ে নিজেদের স্কোয়াড শক্তিশালী করে মুম্বই।
উল্লেখ্য, এখনও পর্যন্ত মাত্র ১৬টি টি-২০ খেলে ২৯ উইকেট নিয়েছেন গজনফর। তাঁর ইকোনমি রেট ৫.৭১ ও স্ট্রাইক রেট ১২.২০। বোঝাই যাচ্ছে টি-২০ ক্রিকেটে কত কার্যকরী ভূমিকা নিতে পারেন আফগান স্পিনার।