সম্প্রতি ১১.২৫ কোটি টাকায় আইপিএলের নিলামে সানরাইজার্স হায়দরাবাদ দলে যোগ দিয়েছেন ইশান কিষাণ। ভারতীয় দলের এই ওপেনিং ব্যাটারকে সানরাইজার্স দল এবারে নিলাম থেকে তুলে নিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সে গতবার ছিলেন এই ক্রিকেটার। কিন্তু এবার আর তাঁকে রিটেন করেনি রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়াদের ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
ইশানকে ফেরায়নি মুম্বই-
ইশান কিষানকে নিতে যে মুম্বই ইন্ডিয়ান্স খুব বেশি আগ্রহী ছিল তাও নয়। কারণ তাঁদের কাছে আরটিএম কার্ড থাকলেও তাঁরা তা ব্যবহার করতে চাননি ঝাড়খণ্ডের এই ক্রিকেটারের জন্য। ফলে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়কের তত্ত্বাবোধানেই এবারে খেলবেন ইশান কিষান। নতুন দলে যাওয়ার পরই পুরনো দল মুম্বইকে নিয়ে বার্তা দিয়েছিলেন কিষান।
মম্বইকে বিদায়বার্তা ইশানের-
কিছুটা মন খারাপ করা বিদায় বার্তায় মুম্বইকে উদ্দেশ্য করে ইশান কিষান লিখেছিলেন, ‘অনেক অনেক স্মৃতি রয়েছে তোমাদের সবার সঙ্গে। অনেক হাসি, আনন্দ আর বেড়ে ওঠার স্মৃতি। এমআই, মুম্বই আর দ্যা পাল্টান সব সময় আমার হৃদয়ে থাকবে। তোমাদের সঙ্গে থেকেই আমি মানুষ হিসেবে এবং ক্রিকেটার হিসেবে গড়ে উঠেছি। আমরা গুডবাই জানাচ্ছি এমন স্মৃতি নিয়ে যেগুলো সারাজীবন আমার পাশে থাকবে। ম্যানেজমেন্টকে ধন্যবাদ, যে ক্রিকেটারদের সঙ্গে আমি খেলেছি তাঁদের ধন্যবাদ। আর আমার পাশে থাকার জন্য সব সমর্থককে ধন্যবাদ ’।
আরও পড়ুন -তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
ইশানকে নিয়ে ভিডিয়ো পোস্ট মুম্বইয়ের-
এবার ইশান কিষানকেই বার্তা দিল মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। ভারতীয় দলের ক্রিকেটার তথা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং ভিডিয়ো বার্তা দিলেন ইশানের জন্য। মুম্বইয়ের পেজ থেকে সেই ভিডিয়ো পোস্ট করা হয়। যেখানে ইশান কিষানকে মুম্বইয়ের অঙ্গ হিসেবেই সম্মান জানিয়ে বার্তা দেন তাঁদের অধিনায়ক হার্দিক।
ইশানকে নিয়ে হার্দিকের বার্তা-
ইশানকে নিয়ে হার্দিক পান্ডিয়া সেই ভিডিয়োতে বলেন, ‘ইশান দলের এনার্জি আর ফ্রেশনেশ ছিল। যখনই ওকে আমরা রিটেন করতে পারিনি, তখনই আমরা জানতাম যে ওকে ফের দলে নেওয়া কঠিন হতে চলেছে কারণ ওর যা দক্ষতা রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমকে ও সব সময় হাল্কা রাখার চেষ্টা করত। অনেক মানুষকে হাসাতো, আনন্দ দিত। এই দলকে ইশান খুব ভালোবাসত, যেটা আমরা মিস করব। ইশান কিষান, তুমি সব সময় মুম্বইয়ের পকেট ডায়নামো থাকবে, আর তোমায় আমরা মিস করব । ’