কী কাণ্ড! ধারাভাষ্যকাররাও সুনীল নারিনের ঘোর কাটিয়ে বের হতে পারছেন না। শনিবার রাতে ইডেন গার্ডেন্সে ২০২৪ আইপিএলের ম্যাচে সুনীল নারিন ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। গোল্ডেন ডাক করে জসপ্রীত বুমরাহের বলে বোল্ড হয়েছেন। আর ৩ ওভার বল করে ২১ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। অথচ ম্যাচের পর নারিনের নামে জপ করে গেলেন প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকর মুরলি কার্তিক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়ে ম্যাচের সেরা প্লেয়ার বরুণ চক্রবর্তীকে দু'-দু'বার সুনীল নারিন বলে উল্লেখ করেন মুরলি।
বরুণের বদলে নারিনের জপ মুরলির মুখে
মুম্বইয়ের বিরুদ্ধে চার ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন বরুণ। রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। বরুণ চক্রবর্তীর প্রশংসা করতে গিয়েই সুনীল নারিনের নাম নিয়ে বসেন মুরলি। মুরলি বলেন, ‘আরও বিকল্প ছিল, অন্যান্য প্রতিযোগী ছিল কিন্তু একটি গুরুত্বপূর্ণ সময়ে ওর ২/১৭ উইকেট ম্যাচের রং বদলাতে সাহায্য করে। আর এই কাজটি করেছে সুনীল নারিন।’ প্রথম বার বরুণের বদলে নারিনের নাম নিয়ে ভুল করার পরেও, ফের আবার তিনি একই কাজ করেন ভুল করে।
বরুণের সাক্ষাৎকার শুরু করার আগে মুরলি কার্তিক তাঁর ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে গিয়ে ফের ভুল করে বসেন। দ্বিতীয় তিনি বলেন, ‘সুনীল, দুঃখিত বরুণ। প্রথমত তুমি অল্প কথার মানুষ, শান্ত স্বভাবের এবং তুমি সুনীল নারিনের সঙ্গে বোলিং করো, সেও অল্প কথাই বলে। কিন্তু এদিন প্রথম উইকেটের পরে তুমি রীতিমতো সেলিব্রেশন করলে!’
আরও পড়ুন: ব্যাটাররা কিছুই করে উঠতে পারিনি- নাইটদের কাছে হেরে রোহিত, সূর্যদের নিশানা করলেন হার্দিক
রোহিতকে আউট করে কেন উচ্ছ্বাসে ভেসেছিলেন বরুণ?
কার্তিক আসলে রোহিত শর্মাকে আউটের পর বরুণের উচ্ছ্বাসের প্রসঙ্গ টেনে এনেছেন। বরুণের ডেলিভারিতে ২৪ বলে ১৯ করে নারিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত। আর প্রাক্তন এমআই অধিনায়ককে আউট করার পর সেলিব্রেশনে মাততে দেখা যায় শান্ত স্বভাবের রোহিতকে।
আরও পড়ুন: হঠাৎ নাইটদের পোস্টে ফিরলেন DC মেন্টর সৌরভ, কী ব্যাপার?
এর ব্যাখ্যা দিতে গিয়ে বরুণ বলেন, ‘আসলে আমি কখনও-ই রোহিত ভাইয়ের উইকেট নিইনি, আমি সাবধানে পরিকল্পনা করেছিলাম এবং তা সফল হয়েছিল। প্ল্যান ছিল, ওকে থ্রু দ্য লাইন নয়, অ্য়াক্রোস দ্য লাইন ধরে বল করে চাপে ফেলার। এটা কার্যকরী করেছে।’
ম্যাচের সংক্ষিপ্ত ফল
এদিকে শনিবার আবহবিদদের পূর্বাভাস মিলিয়ে বিকাল থেকেই বৃষ্টি নামে কলকাতায়। ঢেকে ফেলতে হয় ইডেন গার্ডেন্সের সবুজ গালিচা। বৃষ্টি থামার পর কলকাতা-মুম্বইয়ের খেলা শুরু করতে বেজে যায় রাত সোয়া ৯টা। ওভার সংখ্যা কমে হয় ১৬। এদিকে টসে হারার ধারাবাহিকতা বজায় রাখেন শ্রেয়স। টানা সাত ম্যাচ টসে হারলেন তিনি। যাইহোক প্রথমে ব্যাট করতে নেমে নাইটরা ৭ উইকেটে ১৫৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৬ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান করে। ১৮ রান জয় পায় নাইট রাইডার্স।