ঘরোয়া ক্রিকেটে অভাবনীয় ধারাবাহিকতা দেখিয়ে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন সরফরাজ খান। তিনি টিম ইন্ডিয়ার হয়ে আবির্ভাবেই চমকপ্রদ পারফর্ম্যান্স উপহার দিয়ে নজর কেড়েছেন সকলের। এবার ব্যাট হাতে ঠিক তেমনই ধারাবাহিকতা দেখাচ্ছেন সরফরাজের ভাই মুশির খান।
বৃহস্পতিবার দলীপ ট্রফির ম্যাচে সরফরাজের থেকে দলের প্রত্যাশা ছিল বেশি। যদিও তিনি প্রথম ইনিংসে প্রত্যাশা অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারেননি। তবে দরকারের সময়ে ব্যাট হাতে দলকে যেভাবে নির্ভরতা দিলেন সরফরাজের ভাই মুশির খান, সেই লড়াইকে কুর্নিশ জানাতেই হয়।
দলের কার্যত সবাই যখন ব্যর্থ, টেল এন্ডারদের সঙ্গে নিয়ে ইন্ডিয়া-বি টিমকে লড়াইয়ের রসদ এনে দেন মুশির। পূর্ণ করেন ব্যক্তিগত শতরান। সেঞ্চুরির গণ্ডি টপকানোর পরে হুবহু দাদা সরফরাজের মতোই আগ্রাসী সেলিব্রেশন দেখা যায় মুশিরের মধ্যে। অর্থাৎ, সেলিব্রেশনেও দাদা সরফরাজের খামতি ঢাকেন মুশির। ভাইয়ের সাফল্যে সাজঘরে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায় সরফরাজকে।
বৃহস্পতিবার চিন্নাস্বামীতে দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচে সম্মুখসমরে নামে শুভমন গিলের ইন্ডিয়া-এ ও অভিমন্যু ঈশ্বরনের ইন্ডিয়া-বি দল। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইন্ডিয়া-বি দল। তারা কার্যত দিনের প্রথম ঘণ্টা থেকেই নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে।
একপ্রান্ত দিয়ে পরপর আউট হতে থাকেন তারকা ক্রিকেটাররা। তিন নম্বরে ব্যাট করতে নেমে অপর প্রান্ত আঁকড়ে লড়াই চালান মুশির। ব্যক্তিগত ১৩ রানে সাজঘরে ফেরেন ক্যাপ্টেন তথা ওপেনার অভিমন্যু ঈশ্বরন। ব্যক্তিগত ৩০ রানে আউট হন যশস্বী জসওয়াল। সরফরাজ খান ৯ রান করে মাঠ ছাড়েন। ঋষভ পন্ত ব্যক্তিগত ৭ রানে আউট হন।
খাতা খুলতে পারেননি নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। সাই কিশোর ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ইন্ডিয়া-বি দল একসময় ৯৪ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। দলের দেওয়ালে পিঠ ঠেকে গেলেও পালটা লড়াই থেকে পিছিয়ে আসেননি মুশির। তিনি প্রথম দিনের চায়ের বিরতির ঠিক আগে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।
নভদীপ সাইনিকে সঙ্গে নিয়ে দিনের শেষ সেশনে দাপট দেখান মুশির। আপাতত প্রথম দিনের শেষে ইন্ডিয়া-বি দল ৭৯ ওভার ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ২০২ রান তুলেছে। অর্থাৎ, অষ্টম উইকেটের জুটিতে মুশির ও নভদীপ ইতিমধ্যেই যোগ করেছেন ১০৫ রান, যার মধ্যে সাইনির অবদান ২৯। ৭৪ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
প্রথম দিনের শেষে মুশির অপরাজিত থাকেন ব্যক্তিগত ১০৫ রানে। ২২৭ বলের অবিস্মরণীয় ইনিংসে তিনি ১০টি চার ও ২টি ছক্কা মেরেছেন। প্রথম দিনে ইন্ডিয়া-এ দলের হয়ে ২টি করে উইকেট নেন আবেশ খান, খলিল আহমেদ ও আকাশ দীপ। ১৪ ওভারে ৫০ রান খরচ করেও উইকেট পাননি কুলদীপ যাদব।