Plight of minorities in Pakistan: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া বৃহস্পতিবার বলেছেন পাকিস্তানের মাটিতে বৈষম্যের কারণে তাঁর কেরিয়ার ধ্বংস হয়ে গেছে এবং তিনি পাকিস্তানে সমান মর্যাদা পাননি। আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছিল ‘পাকিস্তানে সংখ্যালঘুদের দুর্দশা’ বিষয়ক একটি সভা। এই কংগ্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া অন্যদের সঙ্গে একত্রিত হয়ে পাকিস্তানের মাটিতে তাদের প্রতি হওয়া বৈষম্যের বিষয়টি তুলে ধরেন।
সংবাদ সংস্থা ANI-কে দানিশ কানেরিয়া বলেন, ‘আমরা সকলেই এখানে একত্রিত হয়েছি এবং পাকিস্তানে কীভাবে আমাদের সঙ্গে আচরণ করা হয়েছে, সে অভিজ্ঞতা শেয়ার করেছি। আমরা বৈষম্যের শিকার হয়েছি এবং আজ এর বিরুদ্ধে আমাদের কণ্ঠ তুলেছি।’
দানিশ কানেরিয়া আরও বলেন, ‘আমিও অনেক বৈষম্যের শিকার হয়েছি, আমার কেরিয়ার শেষ হয়ে গেছে। পাকিস্তানে আমার যে সম্মান ও সমান মর্যাদা পাওয়ার কথা ছিল, তা আমি পাইনি। এই বৈষম্যের কারণেই আমি আজ যুক্তরাষ্ট্রে আছি। আমরা সচেতনতা বাড়াতে এবং যুক্তরাষ্ট্রকে জানাতে চেয়েছি যে আমরা কতটা ভুগেছি। আমরা চাই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক।’
আরও পড়ুন … অবসর ভেঙে খেলায় ফিরছিলেন পাকিস্তান দলের প্রাক্তন প্রধান নির্বাচক! কী হল তারপর? ১ ঘণ্টায় বদলে গেল ছবি
৬১টি টেস্ট খেলা দানিশ কানেরিয়া পাকিস্তানের হয়ে খেলা দ্বিতীয় হিন্দু ক্রিকেটার ছিলেন। প্রথম ছিলেন অনিল দালপৎ। ২০২৩ সালে তিনি দাবি করেন যে শাহিদ আফ্রিদি বারবার তাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দিয়েছিলেন এবং ইনজামাম-উল-হক ছিলেন একমাত্র অধিনায়ক যিনি তাকে সমর্থন করেছিলেন।
আরও পড়ুন … নেতা রোহিত, দলে ৭ ভারতীয়, নেই কোনও পাকিস্তানি! CT 2025-র সেরা XI বেছে পাক প্রাক্তনীর অবাক করা মন্তব্য
দানিশ কানেরিয়া এক সাক্ষাৎকারে আজ তাক-কে বলেছিলেন, ‘আমি আমার কেরিয়ারে ভালো করছিলাম এবং কাউন্টি ক্রিকেটও খেলছিলাম। ইনজামাম-উল-হক আমাকে অনেক সমর্থন করেছিলেন এবং তিনিই একমাত্র অধিনায়ক ছিলেন যিনি আমাকে সমর্থন করেছেন। তার পাশাপাশি শোয়েব আখতারও ছিলেন। তবে শাহিদ আফ্রিদি ও আরও অনেক পাকিস্তানি খেলোয়াড় আমাকে সমস্যায় ফেলতেন এবং আমার সঙ্গে খেতেন না। শাহিদ আফ্রিদি মূল ব্যক্তি ছিলেন, যিনি আমাকে ধর্মান্তরিত হতে বলতেন এবং তিনি বহুবার এটি করেছেন। ইনজামাম-উল-হক কখনও এমন কথা বলতেন না।’
আরও পড়ুন … ICC পাকিস্তানকে আয়না দেখিয়েছে, আমাদের ওখানে থাকার যোগ্যতাই নেই: পাক প্রাক্তনীর গলায় PCB-র সমালোচনা
এ অনুষ্ঠানে, প্রাক্তন ওয়াল স্ট্রিট জার্নাল সাংবাদিক আসরা নোমানি ২০০২ সালে তার সহকর্মী ও বন্ধু ড্যানিয়েল পার্লের অপহরণ ও হত্যার ঘটনা স্মরণ করেন। তিনি বলেন, পাকিস্তানে সংখ্যালঘুরা সমান নাগরিকের অধিকার ও স্বাধীনতা থেকে বঞ্চিত রয়েছে। ANI-কে আসরা নোমানি বলেন, ‘আমি পাকিস্তানের করাচির রাস্তায় সাম্প্রদায়িকতার করুণ প্রভাব দেখেছি, যা অসংখ্য সংখ্যালঘুর জীবন কেড়ে নিচ্ছে। আমার বন্ধু ও সহকর্মী ড্যানিয়েল পার্ল ছিলেন সেই সাংবাদিক, যাকে ২০০২ সালে অপহরণ করা হয়েছিল, শিরশ্ছেদ করা হয়েছিল এবং টুকরো টুকরো করা হয়েছিল।’