মাঠের ভিতরে হোক কি মাঠের বাইরে, সবেতেই তিনি চলেন দাপটের সঙ্গে। এমনকী সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করার জন্যও বিখ্যাত তিনি। একাধিকবার এই কারণে উঠে এসেছেন শিরোনামেও। নিজের দলের সতীর্থ হোক কি বিপক্ষ দলের ক্রিকেটার, কাউকেই আক্রমণ করতে বাদ দিতেন না তিনি। সম্প্রতি, টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলির সঙ্গেও প্রায় হাতাহাতিতে জড়িয়ে যাচ্ছিলেন। এবার সেই গৌতম গম্ভীরই বিরাট কোহলি প্রসঙ্গে করলেন একটি বড় মন্তব্য। স্টার স্পোর্টসে এক লাইভ শোতে তিনি সঞ্চালককে স্পষ্ট জানান যে বিরাট কোহলির সঙ্গে তাঁর লড়াই শুধু মাঠেই। পাশাপাশি, আফগানিস্তানের তারকা বোলার নবীন-উল-হককে ঘিরে বিরাট কোহলির সঙ্গে সেই অশান্তি প্রসঙ্গে তিনি আরও দাবি করেন যে তিনি নিজের দলের ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের তৃতীয় ম্যাচটি খেলতে নামে টিম ইন্ডিয়া। এদিন ব্যাটে-বলে, দুটোতেই দাপট দেখায় 'মেন ইন ব্লু'। একটি শোতে যোগ দিয়েছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ব্যাটার গৌতম গম্ভীর। সঙ্গে যোগ দিয়েছিলেন টিম ইন্ডিয়ার আরও এক প্রাক্তন তারকা ক্রিকেটার পীযুষ চাওলা। সঞ্চালক বিরাট কোহলির ৫০তম শতরান সম্পর্কে প্রশ্ন করায় দ্রুত জবাব দেন গম্ভীর। চমকে ওঠেন দুজনেই এবং তা দেখে মুচকি হেসে গৌতি জানান যে কিং কোহলির সঙ্গে তাঁর যতো ঝগড়া সব মাঠের অন্দরেই, বাইরে নয়।
গৌতি বলেন, 'এই ভিডিয়োটি আপনি চাইলে বারবার দেখাতে পারেন এবং সত্যি বলতে গেলে, আমি চাইও সেটা হোক। আমি সবকিছু মনে রাখি। আমার এখনও সব মনে আছে। আমার সঙ্গে বিরাটের লড়াই মাঠের মধ্যেই। বাইরে আমাদের মধ্যে কোনও ঝগড়া নেই।' যদিও, গম্ভীর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে সেদিন তিনি নবীন-উল-হককে সমর্থন করেছেন শুধু এবং তাঁর পাশে দাঁড়িয়েছেন।
তিনি বলেন, 'এটা শুধু নবীন-উল-হক বলেই নয়, ওর জায়গায় যেকোনও ক্রিকেটার হলেও আমি তার পাশে দাঁড়াতাম। এটা আমার কর্তব্য। আমি এরকমই। আর আমি কেনই বা করবো না? যেহেতু একজন জনপ্রিয় আর আরেকজন জনপ্রিয় নয় বলে? আমি মনে করি যদি আমি আমার দলের ক্রিকেটারদের পাশে দাঁড়াতেই না পারি, তাহলে আমার দলের সঙ্গে থাকাই উচিত নয়। আগামীদিনেও আমি তাই করব।'