মুম্বই ইন্ডিয়ান্স দলে আরও একবার ফিরেছেন ব্যাটার নমন ধীর। ডানহাতি এই মারকুটে ব্যাটার কয়েক বছর আগে খেলাই ছেড়ে দেবেন ভেবেছিলেন। মুম্বই দল এবারে ১২.৫০ কোটি টাকায় ট্রেন্ট বোল্টকে দলে নিয়েছে। এরপর দ্বিতীয় দামি ক্রিকেটারই দীপক চাহার, তিনি পেয়েছেন ৯.২৫ কোটি টাকা। যদিও এরপরের দুই মুম্বইয়ের দামি ক্রিকেটারের নামই উইল জ্যাক এবং নমন ধীর, তাঁরা ৫.২৫ কোটি টাকা করে পেয়েছেন।
২০২৪ আইপিএলের ৭টি ম্যাচে নমন ধীর প্রতিনিধিত্ব করেন মুম্বই ইন্ডিয়ান্সের। সেখানে তিনি করেছিলেন ১৪০ রান, ছিল ৬২ রানের সর্বোচ্চ ইনিংস। ২ বছর আগে অবশ্য তিনি প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন, আর ক্রিকেট খেলবেন না তিনি। কারণ পঞ্জাবের হয়ে অনূর্ধ্ব ১৬ বিভাগে খেললেও তাঁর খেলা সেভাবে চোখে লাগেনি কারোর। তাঁর প্রতিভাও তেমন কেউ বুঝতে পারেননি। এরপরই কানাডায় পাকাপাকিভাবে থাকার সিদ্ধান্ত নেন তিনি।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
নমন ধীর বলেন, ‘অর্ধেক পঞ্জাবই কানাডায় যাওয়ার জন্য প্রস্তুত, আমিও তাঁদের মধ্যে একজন ছিলাম। আমি ২০২২ সালের শুরুর দিকে ক্রিকেট প্রায় ছেড়েই দিয়েছিলাম। আমার দিদি কানাডায় থাকে, তাই ওখানেই চলে যাব ভাবছিলাম। তখনই আমার বাবা আমায় বলেছিল আর একটা বছর ক্রিকেটকে দেওয়ার জন্য। এরপর আমি রঞ্জিতে অভিষেক করি। পরের বছর মুম্বই ইন্ডিয়ান্স আমায় ২০২৩ সালে দলে নেয় ’।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
নমন ধীরের বাবা নরেশ বলছিলেন, ‘আমি যখন ওকে নিয়ে স্কুলে জেতাম , ক্রিকেট প্র্যাকটিসে নিয়ে জেতাম, তখন প্রিন্সিপাল ম্যাডাম বলত, যে ওর কেরিয়ার নষ্ট করে দিচ্ছ। কারণ পঞ্জাবের ফরিদকোট থেকে তো কেউ পঞ্জাবের হয়েই খেলেনি, ভারতীয় দলের হয়ে খেলা তো দূরের কথা। যখন এই কটাক্ষ প্রায় হতে থাকল, তখন আমি নমনকে বলেছিলাম একদিন তুমি টিভিতে আসবে, ছয় মারবে। আর এই কটাক্ষগুলোই হাততালিতে পরিণত হবে ’।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
গতবছর লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেছিলেন। মুম্বইকে জেতাতে পারেননি। তবে ১৮ রানে হারলেও তাঁর দুরন্ত ইনিংস সকলের নজরে এসেছিল। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নজর কেড়েছিলেন। সেই নিয়েই নমন বলছেন, ‘মুম্বইতে আমি মোটামুটি ভালোই মরশুম কাটিয়েছি, আমার হার্টবিট বেড়ে যাচ্ছি। আমি আইপিএলে সুযোগ পাব জানতাম, কিন্তু এত টাকা পাব সেটা কখনই ভাবতে পারিনি। ’।