আইসিসি টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে নামিবিয়া। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের চতুর্থ ম্যাচে ৪১ রানে পরাজিত হয় নামিবিয়া। অবশ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফেভারিট হিসেবেই শুরু করেছিল, ফলে আনকোরা নামিবিয়া দল খুব বেশি লড়াই দেবে ইংল্যান্ডকে তেমনটা আশা করাও হয়নি। চার ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ স্টেজ অভিযান শেষ করেছে নামিবিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে একপেশে ভাবেই ম্যাচ পকেটে পুড়ে নেয় ইংল্যান্ড। তাঁদের হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা মজবুত করেছিল ইংল্যান্ড। রবিবার অস্ট্রেলিয়া দল স্কটল্যান্ডের বিপক্ষে জিতে যাওয়ায় সুপার এইটের টিকিট হাতে পায় জোস বাটলার, মার্ক উডরা। ইংল্যান্ডের বিরুদ্ধে অবশ্য দুর্দান্ত লড়াই দেওয়ার চেষ্টা করেন নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজে।
আরও পড়ুন-ম্যাকমুলেন-বেরিংটনদের বিরুদ্ধে ৬টি ক্যাচ মিস অজিদের! কাকতালীয় না ইচ্ছাকৃত? প্রশ্ন ইংরেজদের
দঃ আফ্রিকার বংশদ্ভূত ক্রিকেটার ডেভিড উইজে নামিবিয়ার জার্সিতে ইংল্যান্ডের বিরুদ্ধে গড়েছেন রেকর্ড। এটাই শেষ টি২০ বিশ্বকাপ ছিল ডেভিড উইজের। কারণ সব ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ৩৯ বছর বয়সী অলরাউন্ডার। আর শেষ ম্যাচেই চমকপ্রদ রেকর্ড গড়লেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে টি২০তে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে ২০০-র ওপর স্ট্রাইক রেটে ২০-র বেশি রান এবং ৬-এর কমে ইকোনমিতে বোলিং করলেন নামিবিয়ার এই ক্রিকেটার। ব্যাটে বলে, শক্তিশালী ইংরেজদের বিরুদ্ধে বুক চিতিয়েই লড়ে গেছেন এই তারকা অলরাউন্ডার।
আরও পড়ুন-স্টার্ক-জাম্পাদের মাথার ওপর ছয়! টি২০ বিশ্বকাপে নজির স্কটল্যান্ডের ম্যাকমুলেন-এর
প্রথমে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১০ ওভারে ১২২ রান করে ইংল্যান্ড, ৫ উইকেটের বিনিময়। ২ ওভার হাত ঘুরিয়ে একটি উইকেট নেন নামিবিয়ার ডেভিড। রান দেন মাত্র ৬, অর্থাৎ ইকোনমি রেট ছিল মাত্র তিন। এরপর ব্যাট হাতে করেন ১২ বলে ২৭ রান। বড় রানের লক্ষ্যমাত্রা হলেও তাঁর দল যথাসাধ্য লড়াই দেয়। ৩ উইকেটে ৮৪ রান করে নামিবিয়া। সেখানেই ২টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ২৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন নিজের শেষ টি২০ ম্যাচে খেলতে নামা ডেভিড উইজে। সব ধরণের ক্রিকেট থেকেই অবসর নিয়েছেন এই অলরাউন্ডার, ফলে তাঁর প্রভাব যে দল আগামী আইসিসি ইভেন্টে টের পাবে, সেকথা বলাই বাহুল্য।
আরও পড়ুন-বৃষ্টি হল না, তবু বাতিল ভারতের ম্যাচ! গোটা মাঠে কেন নেই কভার? প্রশ্নের মুখে ICC
নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ১৫টি ওডিআই ম্যাচে ১৫টি উইকেটের পাশাপাশি করেছেন ৩৩০ রান। টি২০ ফর্ম্যাটে খেলেছেন ৫৪টি ম্যাচ। বল হাতে ৫৯ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৬২৪ রান। ছোট দলের বড় ক্রিকেটার হিসেবেই এহেন কেরিয়ারের সমাপ্তি ঘটালেন ডেভিড উইজে।