আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৩৩টি আইপিএল ম্যাচ আয়োজিত হয়েছে। যার মধ্যে কলকাতা নাইট রাইডার্স অংশ নিয়েছে মোটে ১টি ম্যাচে। ২০২৩ আইপিএলে আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে লিগ ম্যাচে জয় তুলে নেয় কেকেআর।
আমদাবাদে চলতি আইপিএলে গুজরাটের বিরুদ্ধে কেকেআরের অ্যাওয়ে ম্যাচ বৃষ্টিত জন্য পরিত্যক্ত হয়। ফলে দ্বিতীয়বার এই মাঠে লড়াইয়ে নামার সুযোগ হাতছাড়া হয় কলকাতার। এবার লিগ চ্যাম্পিয়ন হয়ে আইপিএল ২০২৪-এর প্লে-অফে ওঠা কেকেআর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে। সুতরাং, মোতেরায় এটি নাইট রাইডার্সের দ্বিতীয় আইপিএল ম্যাচ হবে।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কেকেআরের আইপিএল পারফর্ম্যান্স:-
মোতেরায় ২০২৩ আইপিএলের গ্রুপ ম্যাচে কেকেআর শেষ ওভারের থ্রিলারে পরাজিত করে গুজরাট টাইটানসকে। সৌজন্যে যশ দয়ালের শেষ ওভারে রিঙ্কু সিংয়ের ৫টি ছক্কা। সেই ম্যাচে শুরুতে ব্যাট করে গুজরাট ৪ উইকেটে ২০৪ রান তোলে। সাই সুদর্শন ৫৩ ও বিজয় শঙ্কর অপরাজিত ৬৩ রান করেন। ৩৩ রানে ৩টি উইকেট নেন সুনীল নারিন।
জবাবে ব্যাট করতে নেমে কলকাতা ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০৭ রান তুলে ম্যাচ জিতে যায়। বেঙ্কটেশ আইয়ার ৮৩, নীতীশ রানা ৪৫ ও রিঙ্কু সিং অপরাজিত ৪৮ রান করেন। ৩৭ রানে ৩টি উইকেট নেন রশিদ খান। কেকেআর ৩ উইকেটে ম্যাচ জেতে।
আরও পড়ুন:- KKR History In IPL Playoffs: এই নিয়ে ৮ বার প্লে-অফে কলকাতা, দেখুন আগের ৭ বার কী ঘটেছিল
নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আইপিএল ইতিহাস:-
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৪-এর পরিসংখ্যান:-
আরও পড়ুন:- IPL 2024: ১৪ ম্যাচে ৯টি জয়, দেখুন কোন পথে লিগ চ্যাম্পিয়ন KKR
উল্লেখযোগ্য বিষয় হল, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের পারফর্ম্যান্স আহামরি কিছু নয়। এই মাঠে মোট ৩টি আইপিএল ম্যাচ খেলেছে হায়দরাবাদ। তারা জয় পেয়েছে ১টি ম্যাচে। মোতেরায় ২টি আইপিএল ম্যাচে পরাজিত হয়েছে সানরাইজার্স। এখন দেখার যে, আমদাবাদে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল ২০২৪-এর প্রথম কোয়ালিফায়ারে শেষ হাসি হাসে কোন দল।